বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সে যাই হোক, আইপিএলে খেলতে চাইবেন না এমন ক্রিকেটার বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর। তবে এতো এতো টাকা আর এতো গ্ল্যামারের এই আসরে মাঠের খেলার বাইরেও আছে একটা বড় অংশ।
অনেক ক্রিকেটারও তাই খেলার বাইরে জড়িয়ে পড়েন নানারকম অসঙ্গতপূর্ণ কাজে। এমন অদ্ভুত কিছু কান্ড করে আইপিএল থেকে নিষিদ্ধও হয়েছেন কিছু ক্রিকেটার। আমরা খুজে বের করেছি এমনই কিছু অদ্ভুত কারণে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের ।
- লুক পমার্সব্যাচ
অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার ২০১২ সালের আইপিএল খেলছিলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। এর আগে ২০০৮ ও ২০০৯ সালে তিনি খেলেছিলেন কিংস এলিভেন পাঞ্জাবের হয়ে। বাঁহাতি এই ব্যাটসম্যান ১৭ ম্যাচে করেছিলেন ৩০২ রান।
২০১২ আইপিএল চলাকালীন হঠাতই হোটেলে এক তরুণীকে শ্লীলতাহানি ও তাঁর বাগদত্তাকে হেনস্তা করার অভিযোগে গ্রেফতার হন পমার্সব্যাচ। পরে কোর্টের বাইরে মীমাংসা করে নেয় উভয়পক্ষ। তবে সেবছর আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছিলেন এই অজি ক্রিকেটার। পরের মৌসুমেই অবশ্য কিংস ইলেভেন তিন লাখ ডলারে কিনে নেয় তাঁকে।
- মোহম্মদ আসিফ
২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলে ভিড়ায় পাকিস্তানি এই পেসারকে। প্রতিভাবান এই পেসারের ইউরিন টেস্টে এক নিষিদ্ধ মাদক পাওয়া গেলে তাঁকে ২০০৯ সালের আইপিএল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর দুবাই এয়ারপোর্টেও তিনি ০.২৪ গ্রাম আফিম সহ আটক হন।
এরপর মুম্বাইয়ে জঙ্গি হামলার জন্য আইপিএল পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হলে আর কখনো এই টুর্নামেন্টে খেলা হয়নি এই পেসারের।
- রবীন্দ্র জাদেজা
২০০৮ সালে ভারতের এই অলরাউন্ডারকে দলে নেয় রাজস্থান রয়েলস। সেই বছরই অনুর্ধব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই ক্রিকেটার জাতীয় দলেও তাঁর অভিষেক করে ফেলেছিলেন। তবে রাজস্থান রয়েলস তাঁকে দলে নেয়ার পরেও তিনি অন্য ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে দর কষাকষি করেছিলেন। ফলে পরের বছর আইপিএল থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়।
এরপর ২০১১ সালে কচি তুসকার্স কেরালার হয়ে তিনি আবার আইপিএলে ফিরে আসেন।
- প্রবীন তাম্বে
৪২ বছর বয়সে ২০১৩ সালের আইপিএলে দল পান এই ক্রিকেটার। ২০১৪ সালে দলটির হয়ে ১৫ উইকেট নেন এই লেগ স্পিনার। ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্স ৪৮ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়ায়। তবে একটি অদ্ভুত কারনে ২০২০ সালে তাঁকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়।
২০১৮ সালে অবসরের ঘোষণা দিয়ে টি-টেন লিগে খেলেছিলেন এই লেগি। পরে আবার অবসরের সিদ্ধান্ত পাল্টে তিনি ২০২০ সালের আইপিএল নিলামে নাম দেন। কিন্তু টি-টেন লিগ খেলার কারণে তাঁকে সেবছর আসরটি থেকে নিষিদ্ধ করা হয়।
- হরভজন সিং
তালিকার সবচেয়ে বাজে কান্ডটি বোধহয় করেছিলেন ভারতের এই স্পিনার। মাঠেই ভারতের আরেক ক্রিকেটার এস. শ্রীশান্তকে থাপ্পড় মেরে বসেন তিনি।
মুম্বাই ও পাঞ্জাবের মধ্যকার একটি ম্যাচে এই ঘটনা ঘটে। পরের দিন শ্রীশ্রান্তের ক্রন্দনরত ছবি ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় পড়ে যায় ক্রিকেট দুনিয়ায়। এই কান্ডের জন্য হরভজন সিংকে জরিমানা তো গুনতে হয়েছিলই সাথে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই স্পিনার।