যখন-যেভাবে শুরু তামিমের পুনর্বাসন

তামিম ইকবালের মাঠে ফেরা পিছিয়ে গেলেও ফেরার প্রক্রিয়া শুরু তো করতে হবে। সবার আগে পুনর্বাসন। আর সেটা কখন কিভাবে শুরু হবে তাঁর আদ্যোপান্ত জানা গেল।

পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন পিঠের ইনজুরিতে ভুগতে থাকা তামিম। আলাপ করেন ফিজিও বায়েজিদ ইসলামের সাথে। ১১ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহের বিশ্রামে থাকবেন তামিম । এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

পুনর্বাসনে শরীর ঠিকমতো সাড়া দিলে দুই সপ্তাহ পর ব্যাটিংও করতে পারবেন। তবে নেটে ব্যাটিং করার সেই ব্যাপারটি ২১ আগস্টের আগে হওয়ার কথা নয়। ২৬ আগস্ট এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে ইনজেকশন নেয়া তামিম ইতোমধ্যেই আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন, নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বদ্ধপরিকর তামিম। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়েননি তামিম।

জুলাইয়ের প্রথম সপ্তাহে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের পর হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর নেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার পর ২৮ ঘণ্টার ব্যবধানে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।

মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা থাকতে তামিমকে ক্রিকেট থেকে ছয় সপ্তাহের ছুটি দেন প্রধানমন্ত্রী। এরপর পরিবারের সাথে সময় কাটানো এবং গত বছরের ডিসেম্বর থেকে হওয়া পিঠের ব্যাথা থেকে সুস্থ হতে ইংল্যান্ডে চিকিৎসকদের পরামর্শ নেন তামিম।

এরপর দেশে ফিরে কয়েকটা দিন নীরব ছিলেন তামিম। অধিনায়কত্ব নিয়ে বাড়ছিল অস্থিরতা। এরপর বোর্ড প্রধানের সাথে আলোচনা করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link