মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ পান্ত। পরিবারকে সারপ্রাইজ দিতে যাবার সময় নিজ গাড়িতেই এই দূর্ঘটনার শিকার হন পান্ত। সেই দূর্ঘটনার পরই মোটামুটি বোঝা যাচ্ছিলো বেশ একটা লম্বা সময়ের জন্য মাঠে বাইরে থাকতে হবে পান্তকে।
স্বাভাবিক জীবনে ফিরে আসতেই যেখানে অনেকটা সময় লেগে যাবার কথা এই ব্যাটারের। তবে আইপিএলে পান্তের দল দিল্লী ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি জানালেন, বছর খানেকের মধ্যেই মাঠে ফিরতে পারেন পান্ত।
সামনেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জাকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল শুরু হতে যাচ্ছে। এবারের মৌসুমে দিল্লী নিজেদের অধিনায়ক পান্তকে পাচ্ছে না তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলো দূর্ঘটনার পরই। শুধু আইপিএল নয়, এ বছরের শেষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও পান্তকে পাবে না ভারত।
গত দুই আসরে দিল্লীকে নেতৃত্ব দিয়েছেন পান্ত। নিয়মিত অধিনায়ককে হারিয়ে তাই কিছুটা বিপাকে দিল্লীর ফ্রাঞ্চাইজিটি। যদিও পান্তের বিকল্প হিসেবে এখনো কাউকে দলে নেয়নি দিল্লী। তবে দলের নেতৃত্বভার তারা তুলে দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের হাতে। আইপিএলে এর আগে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়ে শিরোপাও জিতেছেন ওয়ার্নার। তবে দিল্লী নিশ্চিতভাবেই মিস করবে ঋষাভ পান্তকে। দলটির সাথে বেশ কয়েকবছর ধরে কাজ করা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও জানালেন তেমনটাই।
ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে গাঙ্গুলি বলেন, ‘আমি পান্তের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। নিশ্চিতভাবেই সে খুব কঠিন সময় পার করছে। একবছরের মধ্যে কিংবা বড়জোর বছর দুয়েকের মধ্যেই সে জাতীয় দলের হয়ে খেলতে পারবে।
পান্তের বিকল্পের বিষয়ে গাঙ্গুলি বলেন, ‘আমাদের এখনো এ নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য কিছুটা সময় দরকার। আইপিএল শুরুর আগে পরবর্তী ক্যাম্পে আমরা সিদ্ধান্ত নেব।’
বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সাবেক সভাপতি সৌরভ বর্তমানে আইপিএলে কাজ করছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। দিল্লীর আয়োজিত তিন দিনের ক্যাম্পেও পৃথ্বী শ, ইশান্ত শর্মা, চেতন শাকারিয়াদের মত খেলোয়াড়দের দেখভাল করেছেন সৌরভ।