তামিম ইকবাল তেড়ে গিয়েছিলেন কার দিকে? নুরুল হাসান সোহানের সাত বলে ৩২ রানের ইনিংসের পর আসলে কারও পক্ষে তামিমের দিকে তাকানোর উপায় ছিল না। তবে, টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখায় ফরচুন বরিশালের অধিনায়ক যেন কার দিকে তেড়ে যাচ্ছেন। আসলে তামিম ছুটে যাচ্ছিলেন বিশ্বের অন্যতম সেরা এক ইংলিশ ওপেনারের দিকে।
ম্যাচ শেষে সোহান বলেন, ‘ঘটনাটা আমি খুব কাছ থেকে দেখিনি। আমি দেখেছি শেষ দিকে, মানে যখন ফিরে আসছি। আমি ড্রেসিংরুমে যাওয়ার পর বুঝতে পারব, কী হয়েছে। তবে কিছু একটা হয়েছে, আমিও এটা দেখেছি।’
কি ঘটেছিল তখন? নাটকীয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরছেন। ফেরার পথে হাত মেলাচ্ছেন একে অন্যের সঙ্গে। ক্যামেরার কেন্দ্রবিন্দুতে তখন সোহান। হঠাৎই দেখা যাচ্ছে, সোহান যেন কাকে আটকাতে এগিয়ে যাচ্ছেন? তিনি হলেন তামিম ইকবাল।
তামিম কাকে যেন শাসাচ্ছেন। সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। কাকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে উঠেছিলেন তামিম? জানা যায়, তামিমের ক্ষোভ ছিল রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের দিকে।
ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস নাকি আপত্তিকর মুখভঙ্গি করেন তামিমকে উদ্দেশ করে। তামিমও ছাড় দেননি। পাল্টা জবাব দেন, ‘কিছু বলার থাকলে মুখে বলো! বি আ ম্যান!’ এরপর নাকি তামিম নাকি অ্যালেক্স হেলস কিভাবে ইংল্যান্ড দল থেকে নিষিদ্ধ হয়েছিলেন, সেটাও স্মরণ করিয়ে দেন।
ব্রিস্টল নাইটক্লাবের বাইরে মারামারির সেই ঘটনা তো ইংল্যান্ড ক্রিকেটেরই এক ন্যাক্কারজনক অধ্যায়। সেবার এখনকার অধিনায়ক টেস্ট বেন স্টোকসের সাথে নিষিদ্ধ হন অ্যালেক্স হেলস। এরপরই ঘটনা আরও ঘোলাটে হয়। তামিম তেড়ে যান হেলসের দিকে। রংপুরের টিম ডিরেক্টর মাঝখানে চলে না আসলে আসলে বড় গোলযোগ বেঁধে যেতে পারত।
অবশ্য দুপক্ষ এই ইস্যু নিয়ে মুখ খুলেনি। সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বিষয়টা এড়িয়ে যান। তবে, এটাকে সিরিয়াস কিছু মনে করেন না তিনি। বললেন, ‘আশা করি, সিরিয়াস কোনো কিছু নয়। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যেটার প্রতিক্রিয়া ছিল। তবে আমার মনে হয়, তেমন সিরিয়াস কিছু নয়।’