কন্সটাসের ইনিংসে বিজয়ের প্রতিচ্ছবি

একজন দুইবার জীবন পেয়ে শূন্য রানে ফিরেছেন, অন্যজনও দুইবার জীবন পেয়ে একটু বাড়িয়ে পাঁচ রান করতে পেরেছেন। তাই তো বলা যায় ব্যর্থতার প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন এনামুল হক বিজয়।

শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস। একদিকে অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কন্সটাস, অন্যদিকে বাংলাদেশের এনামুল হক বিজয়। দুজনের মাঝেই দেখা গেল এক অদ্ভুত মিল — শূন্য রানে থাকা অবস্থায় দুজনেই দু’বার করে জীবন পেয়েছেন।

তবে পার্থক্যটা, একজন দুইবার জীবন পেয়ে শূন্য রানে ফিরেছেন, অন্যজনও দুইবার জীবন পেয়ে একটু বাড়িয়ে পাঁচ রান করতে পেরেছেন। তাই তো বলা যায় ব্যর্থতার প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন এনামুল হক বিজয়।

প্রথম দিনের খেলায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন কন্সটাস। অস্ট্রেলিয়া করে ১৮০ রান। দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে অলআউট করার পর দ্বিতীয় দিনে আবারও ব্যাট করে অস্ট্রেলিয়া। সেখানে ৩৮ বল খেলে মাত্র ৫ রান করেন কন্সটাস। এর মধ্যেই দুইবার জীবন পেয়েছিলেন তিনি!

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কন্সটাস যখন শূন্য রানে ছিলেন, তখন শামার জোসেফের বলে থার্ড স্লিপে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দেন। তবে সহজ ক্যাচটি ফেলে দেন ক্যাম্পবেল।

মাত্র দুই বল পর, জোসেফ আবারো তাঁর ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে দেন, এবার ক্যাচটি যায় জাস্টিন গ্রিভসের দিকে। নিচু হয়ে আসা সহজ সুযোগটি তিনিও হাতছাড়া করেন। তবুও সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। মাত্র পাঁচ রান করেই সেই শামার জোসেফের বলেই কাটা পড়েন।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ওপেন করতে আসেন বিজয়। ক্যাচ মিসের সুবাদে দুইবার জীবন পেয়েছেন শূন্য রানেই। তবে সে জীবনকেও ব্যর্থতায় রূপ দিয়েছেন তিনি। যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন শূন্যতেই সাজঘরে ফিরবেন। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে সে প্রতিজ্ঞারই বাস্তব রূপ দেখিয়েছেন।

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে যাঁরা অন্তত ছয়টি টেস্ট খেলেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কম ব্যাটিং গড় বিজয়েরই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পর ৮টি টেস্টে তাঁর ব্যাটিং গড় নেমে এসেছিল ৯.৬৬।

কন্সটাস অবশ্য এই ম্যাচ দিয়ে তাঁর ৩য় টেস্ট খেলছেন। এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ১২১ রান, গড় ২০.১৬। তাই তো ব্রিজটাউনে বসে বিজয়ের কথা মনে করালেও স্যাম কন্সটাস ব্যর্থতার বিচারে বিজয়ের ধারেকাছেও নেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link