শিয়ালদহ স্টেশনের সেই রাজুদা এখন বিরাট ভাইরাল। নিজের ‘তিনটা পরোটা, একটা সেদ্ধ ডিম’ ডায়লোগ সম্ভবত নিজেও ভুলে গেছেন। কিন্তু, ভুলতে পারেননি জাকের আলী। তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে চট্টগ্রাম – সব জায়গাতেই একই ভাবে সরব। মুখের কথাও সেই একই – তিনটা পরোটা, একটা সেদ্ধ ডিম।
প্রথম টেস্টে বাংলাদেশ অবশ্য আক্ষরিক অর্থেই ‘ডিম’ মেরেছিল। দ্বিতীয় টেস্টে সেই তুলনায় বেশ ভাল অবস্থনে আছে নাজমুল হোসেন শান্তর দল। আর তৃতীয় দিনের শেষ বিকেলে যেন আরও চনমনে বাংলাদেশ শিবির।
আর পুরো দলকেই তাঁতিয়ে দেওয়ার কাজটা করে গেলেন উইকেটরক্ষক জাকের আলী। উইকেটের পেছন থেকে পুরো দলকে উজ্জীবিত করে গেলেন একাই। একবার বললেন, ‘এক সাথে চারটা-পাঁচটা পড়বে।’ কখনও বলে উঠলেন, ‘একটু কষ্ট করে চেষ্টা করতে হবে।’
সম্ভবত কথা বলাটাও মাঠের বাইরে বসে অনুশীলন করে আসেন। নাজমুল হোসেন শান্ত যখন স্লিপে একটা ক্যাচ মিস করলেন তখন বললেন, ‘পচাশিতে অল আউট করতে হবে! ধৈর্য্য রাখো।’ ফিল্ডিংয়ের সময় কাকে যেন বললেন, ‘এই এলএক্স সবুজ, এদিকে আয়, বেশি দৌঁড়াইস না!’ জানা গেল এই এলএক্স সবুজ নাকি কোন এক টিকটকারের নাম!
ব্যাটিংয়ে অনন্য জাকের। চট্টগ্রাম টেস্টে উইরক্ষকের পরীক্ষাতেও পাস করলেন। এবার বোঝা যাচ্ছে, কথার লড়াইয়েও তাঁর ধারের কাছে এখন আর কেউ নেই।