কে হবেন রোহিতের যোগ্য উত্তরসূরী?

নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা ওপেনিং ব্যাটারের তালিকায় থাকবে রোহিত শর্মার নাম। তবে আগামী আন্তর্জাতিক টি-টোয়েন্টিগুলোতে ভারতের জার্সি গায়ে হিটম্যানের কারিশমা আর দেখা যাবে না। কেননা ভারতকে তাঁদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ দেয়া মাত্রই সীমিত এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েচ্ছেন এই ডান হাতি। তাইতো চলছে আলোচনা, কে হবেন তাঁর উত্তরসূরী?

সেই প্রযোগীতায় অনেকের নাম শোনা গেলেও এগিয়ে আছেন তিনজন, অভিষেক শর্মা, শুভমান গিল এবং রুতুরাজ গাইকোয়াড়। তাঁরা এবারের বিশ্বকাপের নিজেদের শৈলি প্রদর্শনের সুযোগ না পেলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ঠিকই নিজেদের জাত চিনিয়েছিলেন।

রোহিত শর্মা ইতিমধ্যেই সীমিত ওভারের খেলায় নিজেকে বিপদজ্জনক ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই তাঁর উত্তরসূরী হওয়ার প্রসঙ্গ এলে সবার আগে আসবে অভিষেক শর্মার নাম। আইপিএলের সর্বশেষ আসরে তিনি ছিলেন বিধ্বংসী রূপে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২৩ বছর বয়সী এই ব্যাটার ১৬ ম্যাচে করন ৪৮৪ রান। সেই সাথে করেন তিন তিনটি দ্রুতগতির অর্ধশতক।

রোহিতের জায়গা ফাঁকা হওয়ার মাধ্যমে শুভমান গিলের দুয়ার যেন খুলে গেল। সর্বশেষ আইপিএলে তাঁর দল গুজরাট টাইটান্স আহামরি কোনো কিছু না করতে পারলেও, ব্যাট হাতে নিয়মিত রানের সাথে সম্পর্ক রেখে গিয়েছেন গিল। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তিনিই ভারতের নেতৃত্ব দিবেন। ২৪ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত  ১৪ টি টি-টোয়েনটি ম্যাচে একটি শতকের সাথে ১৪৭.৫৮ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন।

রুতুরাজ গাইকোয়াড়, আইপিএলের সর্বশেষ আসরে করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব, ছিলেন সর্বোচ্চ রানের তালিকায়। স্থির মানসিকতার এই ব্যাটার হতে পারেন রোহিতের যোগ্য উত্তরসূরী। যদিও জাতীয় দলে তাকে নিয়মিত দেখা যায় না।তবে এপর্যন্ত ভারতের হয়ে ১৯ ম্যাচে ৩৫.৭১ গড়ে করেন মোট ৫০০ রান। যেখানে তাঁর স্ট্রাইকে রেট ছিল ১৪০ এর ঘরে।

হিটম্যানের রিপ্লেসমেন্টের দাবীদার এই তিন ব্যাটার। এখন দেখার বিষয় ২২ গজে যোগ্য উত্তরসূরী  হিসেবে কে নিজেকে প্রমাণ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link