বিপিএলের সেরা পারফরমার হবেন কে?

কাটিয়ে ধীরে ধীরে ক্রিকেটাররা যোগ দিচ্ছেন দলের সঙ্গে। পারফরম্যান্স দিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে কারা সবচেয়ে এগিয়ে থাকবেন সেটি নিয়ে কৌতূহল রয়েছে ভক্ত-সমর্থকদের মনে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি সপ্তাহখানেক, নির্বাচনি রেশ কাটিয়ে ধীরে ধীরে ক্রিকেটাররা যোগ দিচ্ছেন দলের সঙ্গে। পারফরম্যান্স দিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামার আগে প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা – আর এই মিশনে কারা সবচেয়ে এগিয়ে থাকবেন সেটি নিয়ে কৌতূহল রয়েছে ভক্ত-সমর্থকদের মনে।

ব্যাটিংয়ে সেরা পারফরমারদের সম্ভাব্য তালিকা করতে হলে প্রায় সবাই রাখবেন নাজমুল হোসেন শান্তকে। গত বিপিএলে টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছিলেন তিনি, করেছিলেন ৫১৬ রান। বিপিএলের ইতিহাসে আর কোন দেশী ব্যাটার পারেননি এক আসরে এত রান করতে। ২০২৩ সালেও শান্ত ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন বাংলাদেশের হয়ে; তিন ফরম্যাট মিলিয়ে দেশের সর্বোচ্চ রান করেছেন তিনি।

তাই তো এই আসরেও নজর থাকবে তাঁর দিকে, সেই সাথে আরেক স্টাইলিশ ব্যাটসম্যান লিটন দাসও হতে পারেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন। সামর্থ্য অনুযায়ী তিনি পারফরম করতে পারলে এমনটা মোটেই অসম্ভব নয়। ২০২৩ বিপিএলেও সেরা পাঁচ ব্যাটারের মাঝে ছিলেন এই ওপেনার।

তুলনামূলক তরুণদের মধ্যে তাওহীদ হৃদয় আর জাকির হাসানের উপর ভরসা করা যায়। গত বছর সিলেটের হয়ে দুজনেই দারুণ খেলেছিলেন, হৃদয়ের ব্যাট থেকে এসেছিল ৪০০ এর বেশি রান। ইনজুরির কারণে কয়েক ম্যাচ না খেলতে পারলেও জাকির রান করেছেন নিয়মিতভাবে।

এবার অবশ্য তাঁদের দল ভিন্ন ভিন্ন, কিন্তু একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে চাইবে সবাই। এছাড়া তানজিদ তামিম, মাহমুদুল হাসান জয়রা চমক দেখালেও দেখাতে পারেন। অন্যদিকে বোলিংয়ে বরাবরের মতই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন মুস্তাফিজ, তাসকিন আর শরিফুল।

সর্বশেষ আসরে তাঁরা কেউই নিজেদের সেরাটা দিতে পারেননি। এবার তাই দেশসেরা এই তিন পেসার বিপিএলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এমন আশা করতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। স্পিনারদের মধ্যে শেখ মেহেদীর বিপিএল রেকর্ড মুগ্ধ করার মতই, সাতের একটু বেশি ইকোনমিতে ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। রংপুরের হয়ে আসন্ন টু্র্নামেন্টেও ভাল কিছু করবেন নিশ্চয়।

দুই বাঁ-হাতি তানভির ইসলাম আর রাকিবুল হাসানকে উপেক্ষা করারও কোন কারণ নেই। ২০২৩ বিপিএলে তানভির হয়েছিলেন সেরা বোলার, ১২ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর।

রাকিবুলও রেখেছিলেন প্রতিভার ছাপ। টুর্নামেন্ট শেষে তাঁরা সর্বোচ্চ উইকেট শিকারী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকরা বিপিএলের ইতিহাসেরই সেরা ক্রিকেটার।

সাকিব তো এই লিগে সর্বোচ্চ সংখ্যক টুর্নামেন্ট সেরা হয়েছেন; মুশফিক, তামিম আছেন ইতিহাসের সেরা ব্যাটারের তালিকায়। তাঁদের নিয়ে আলাদা করে তাই বলার কিছু নেই; প্রতিবারের ন্যায় এবারও তাঁরা নিজেদের নামের প্রতি সুবিচার করবেন সেই প্রত্যাশায় আছে সবাই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...