বায়োপিকের ঘোষণা এসেছিল অনেক আগেই। কিন্তু সিনেমায় কে হবেন শোয়েব আখতার তা নিয়েই ছিল ধোঁয়াশা। অবশেষে সম্প্রতি জানা গেল রুপালি পর্দায় বিশ্বের সবচেয়ে গতিশীল বোলারের চরিত্রটিতে কে অভিনয় করবেন।
সাবেক পাকিস্তানি পেস বোলার শোয়েব আকতার এ বছরের শুরতেই ঘোষণা দিয়েছিলেন তার জীবনী নিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামের সিনেমা নির্মিত হচ্ছে। কিন্তু এত দিন পেরিয়ে গেলেও জানা যায় নি সিনেমাতে পর্দায় কে শোয়েবের ভূমিকায় অভিনয় করবেন। অবশেষে জানা গেল, কাকে দেখা যাবে শোয়েবের জায়গায়।
পাকিস্তানি অভিনেতা এবং গায়ক উমাইর জ্যাসওয়াল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন যে তিনিই সিনেমাতে কিংবদন্তি শোয়েব আখতারের ভূমিকা পালন করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময়ে তিনি লিখেন, ‘অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, আমিই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমার পর্দায় জীবন্ত কিংবদন্তি শোয়েব আকতারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘উপরওয়ালার দোয়ায় আমরা যেন আমাদের যাত্রায় সফল হতে পারি এবং আপনাদেরকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয় এমন একটি সিনেমা উপহার দিতে পারি।’
উমাইর জ্যাসওয়াল একাধারে পাকিস্তানের গায়ক, গীতিকার এবং অভিনেতাও বটে। ৩৫ বছর বয়সী এই অভিনেতার আরও দুই ভাই উজাইর এবং ইয়াসির জ্যাসওয়াল ও গান করেন। শোয়েব আখতারের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ২০২৩ সালের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।