স্কুল ক্রিকেট থেকে বিশ্বকাপ; খড়গপুর রেলওয়ে স্টেশনের টিকেট চেকার থেকে ওয়াংখেড়ে’র নায়ক; যিনি মাঠে নামলেই গ্যালারি থেকে দর্শকের চিৎকার শোনা যায়। স্বপ্নকে বাস্তবের মাটিতে নিয়ে এসেছেন যে কিংবদন্তী, তিনিই হলেন মহেন্দ্র সিং ধোনি। শূণ্য থেকে শুরু করেছিলেন তাঁর ক্রিকেট জীবন। মাহি থেকে হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় নাম মহেন্দ্র সিং ধোনি।
সবচেয়ে সেরা যদি নাও হন তবু মহেন্দ্র সিং ধোনি ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের একজন; সবচেয়ে বিধ্বংসী ফিনিশারদের মধ্যেও অন্যতম। শুধু ব্যাটার বা অধিনায়ক হিসেবেই নন, উইকেটের পিছনেও এই তারকা ছিলেন তড়িৎ গতির।
সব মিলিয়ে পুরোদস্তুর অলরাউন্ডার বলা চলে তাঁকে। কিন্তু এখন পর্যন্ত ধোনির রেখে যাওয়া শূণ্যস্থান পূরণ করতে পারেননি কেউই, যদিও ভরসার করার মত আছেন বেশ কয়েকজন।
- ঋষাভ পান্ত
ধোনি-পরবর্তী যুগে স্ট্যাম্পের পিছনে ভারতীয় দলে সবচেয়ে নিয়মিত ঋষাভ পান্ত। ইনজুরির কারণে আপাতত খেলার বাইরে থাকলেও এই তরুণের উপর সবচেয়ে বেশি প্রত্যাশা টিম ইন্ডিয়ার।
ইতোমধ্যে ব্যাটিং দিয়ে অনেকবারই উদযাপনের উপলক্ষ এনে দিয়েছিলেন তিনি; বিশেষ করে ধোনির মত আগ্রাসী ব্যাটিং ভালোই জানা আছে তাঁর। অস্ট্রেলিয়ার গ্যাবা কিংবা ইংল্যান্ডের ওভাল কাঁপানো পান্ত হতে পারেন ধোনির যোগ্য উত্তরসূরি।
- ঈশান কিষাণ
ঋষাভ পান্তের পাশাপাশি যে তরুণ ক্রিকেটারের দিকে নজর রাখেন নির্বাচক তিনি ঈশান কিষাণ। নিজের পঞ্চম ওয়ানডে ম্যাচে যেমন ধোনি দেড়শ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছিলেন, কিষাণও তেমনি গত বছর করেছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।
তিন ফরম্যাটেই এখন ভারত সুযোগ দিচ্ছে তাঁকে, এসব সুযোগ কাজে লাগাতে পারলে নি:সন্দেহে ধোনির মতই দলের অবিচ্ছেদ্য অংশ হতে পারবেন এই বাঁ-হাতি।
- সাঞ্জু স্যামসন
গত কয়েক বছর ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সেরা আবিষ্কারগুলোর একটি সাঞ্জু স্যামসন। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা মন মতো না হলেও, দ্রুতই ঘুরে দাঁড়ানোর সবটুকু সম্ভাবনা আছে তাঁর মাঝে।
এছাড়া আইপিএলের মত টুর্নামেন্টে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন অনেক ক্রিকেটবোদ্ধা। তাই তো ধোনির মত ক্রিকেটার হওয়ার সামর্থ্য রয়েছে স্যামসনের।
- লোকেশ রাহুল
লোকেশ রাহুল এখন অবশ্য তরুণ নেই, দলের অভিজ্ঞ সদস্যদের একজন তিনি। মহেন্দ্র সিং ধোনির মতই ব্যাট হাতে সমালোচনার জবাব দিতে পছন্দ করেন এই ব্যাটার।
সাম্প্রতিক সময়ে কিছুটা অফ ফর্মে থাকলেও তাঁর প্রতিভা নিয়ে সংশয় নেই কারোই। ধারাবাহিকতা ফিরে পেলে মাহির মত রাহুলও হতে পারেন ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান।
- জিতেশ শর্মা
উপরের চারটি নামের তুলনায় একটু অপরিচিত জিতেশ শর্মা। তবে নিয়মিত আইপিএলের খোঁজ নেয়া সবারই চেনার কথা তাঁকে। দ্রুত গতিতে রান তোলা, ইনিংসের শুরু থেকে বোলারদের উপর ছড়াও হওয়ার মত বৈশিষ্ট্য আছে জিতেশের।
এছাড়া তাঁর ব্যাটিং স্টাইলও অনেকটা ভারতের সাবেক অধিনায়কের মতই। ঠিকঠাক সুযোগ পেলে হয়তো জিতেশ শর্মাই হবেন ভারতের আস্থার নাম।
মহেন্দ্র সিং ধোনি হওয়া নি:সন্দেহে একজন উইকেটকিপারের জন্য সবচেয়ে কঠিন কাজ। আর এই কাজ কে করতে পারবেন, সেটা আগ বাড়িয়ে বলাটা আরো কঠিন। আপাতত শুধু অনুমান করা যায়, ধোনির উত্তরসূরি কে হচ্ছেন সেই উত্তর আছে কেবল সময়ের কাছে।