লঙ্কার মাটিতেও ক্ষুরধার সাকিব, জিতলেন সুপার ওভারে

জুলাইয়ের শেষভাগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে এরপর যোগ দেন লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্সের শিবিরে। বিশ্বসেরা অলরাউন্ডারকে একাদশের বাইরে রাখার ভুল করেনি দলটি, প্রথম ম্যাচেই তাই মাঠে দেখা যায় সাকিবকে।

দিন দুয়েক আগেও তিনি ছিলেন কানাডায়, এরপর ১২৮৮০ কিলোমিটার উড়ে চলে আসেন শ্রীলঙ্কায়। পরদিনই মাঠে নেমে পড়েন। না, পারফরম্যান্সে ভ্রমণক্লান্তির ছাপ পড়তে দেননি; নিজের সেরাটাই দিয়েছেন মাঠে। কারণ তিনি যে সাকিব আল হাসান। দল বদলায়, মাঠ বদলায়, প্রতিপক্ষ বদলায় – সাকিবের পারফরম্যান্স সব সময় ধ্রুব থাকে।

জুলাইয়ের শেষভাগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে এরপর যোগ দেন লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্সের শিবিরে। বিশ্বসেরা অলরাউন্ডারকে একাদশের বাইরে রাখার ভুল করেনি দলটি, প্রথম ম্যাচেই তাই মাঠে দেখা যায় সাকিবকে।

ভরসার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। প্রথমে ব্যাটিং এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। টসে হেরে আগে ব্যাট করতে নামেন দাসুন শানাকারা। তিন উইকেট আউট হতে বাইশ গজে আসেন সাকিব; দুই ছয় আর এক চারে খেলেন ১৪ বলে ২৩ রানের ইনিংস।

প্রায় ১৬৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংস আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও সময়োপযোগী ছিল। মিডল ওভারে দলকে বড় সংগ্রহ গড়ার মোমেন্টাম এনে দিয়েছিল সাকিব আল হাসানের এই নক।

বোলিংয়ের বরাবরের মতই ক্ষুরধার সাকিব আল হাসান। দলীয় পঞ্চম ওভারে বোলিং প্রান্তে আসা এই বাম-হাতি প্রথম ওভারে দেন মাত্র ৮ রান, যেখানে ওভারথ্রো থেকে আসা চারের দায়টাই বেশি। পরের ওভারে আরো কিপ্টে সাকিব, খরচ করেন মাত্র তিন রান। ব্যক্তিগত তৃতীয় ওভারে ভয়ংকর হতে চাওয়া সামারা বিক্রমাকে ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন তিনি।

গুরুত্বপূর্ণ সতেরো-তম ওভারে পুনরায় আক্রমণে আসেন সাকিব আল হাসান। জয়ের জন্য মরিয়া ডাম্বুলা ব্যাটারদের অবশ্য খুব একটা হাত খুলতে দেননি তিনি, নয় রান খরচে শেষ করেছেন ওভার। সব মিলিয়ে সাকিবের বোলিং ফিগারটা এমন ৪-০-২৫-১; একেবারে সাকিব সুলভ যাকে বলে।

শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ পর্যন্ত অবশ্য গড়িয়েছে সুপার ওভারে। অ্যালেক্স রসের ২৮ বলে ৩৯ রানের ক্যামিওতে ভর করে নির্ধারিত বিশ ওভারে গলের সমান ১৮০ রান করতে পেরেছিল ডাম্বুলা।

যদিও জয় ঠিকই তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল গল টাইটান্স। সুপার ওভারে কাসুন রাজিথার দারুণ বোলিং আর ভানুকা রাজপাকসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরাজয়ের স্বাদ পেয়েছে কুশল পেরেরার দল। পুরো ম্যাচ জুড়েই নিজের আলোয় উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার।

ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করা সাকিব আল হাসানের জন্য স্বাভাবিকই বটে। তাই গল টাইটান্সের হয়ে নিজের ফর্ম ধরে রাখবেন তিনি, তেমনটা আশা করতেই পারে ভক্ত-সমর্থকরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...