রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে শরিফুল ইসলাম গতি আর লেন্থের ঝড় তুলে পাকিস্তানি ব্যাটারদের তটস্থ রেখেছিলেন। তিন উইকেট পেয়েছিলেন, বাকিদের জন্য আরও উইকেট নেওয়ার ক্ষেত্রও প্রস্তুত করে দেন। ব্যাট হাতে তাঁর ২২ রানের ইনিংসটাও ভুলে গেলে চলবে না।
কিন্তু, দ্বিতীয় টেস্টে সেই শরিফুলই নেই একাদশে। প্রথমে ভাবা হয়েছিল, আরেক পেসার তাসকিন আহমেদকে জায়গা দিতেই একাদশের বাইরে রাখা হয়েছে শরিফুলকে। যদিও, পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, দলীয় কম্বিনেশন নয় – বরং ইনজুরির কারণে একাদশে জায়গা হয়নি শরিফুলের।
কুঁচকিতে চোট নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন বাঁ-হাতি এই পেসার। তাই, দ্বিতীয় টেস্টের একাদশের জন্য বিবেচনা করা হয়নি তাঁকে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান শরিফুলের ইনজুরির সর্বশেষ অবস্থার কথা জানান।
তিনি বলেন, ‘প্রথম টেস্টের পরই শরিফুলের এমআরআই করানো হয়। সেখানে গ্রেট ওয়ানের স্ট্রেইন ধরা পরে। এই ধরণের ইনজুরি সেরে উঠতে ১০ দিনের মত সময় লাগে। সেটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’
মানে লম্বা মেয়াদে শরিফুলকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ভারত সফরে যাওয়ার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। শরিফুলের জায়গায় খেলতে নেমে মন্দ করেননি তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরান আবদুল্লাহ শফিককে।