করোনার কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলো বাংলাদেশ। দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ওয়ানডে সিরিজে সহজে জিতলেও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য ভাবে হেরে গেছে স্বাগতিকরা। এক কথায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন চার দিনের ম্যাচ ছাড়া এতো দিন পর টেস্ট খেলতে নেমেই এমন দশা হয়েছে তাঁদের।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সীমিত ওভারের দুটি ঘরোয়া টুর্নামেন্ট খেলেছিলো বাংলাদেশ। তবে টেস্টের প্রস্তুতির জন্য কোন চার দিনের ম্যাচ খেলেনি স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিলো বিসিবি একাদশ; সেখানেও ছিলেন না টেস্ট স্কোয়াডের অধিকাংশই।
বাংলাদেশ সর্বশেষ টেস্টও খেলেছিলো এক বছর আগে। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন চার দিনের ম্যাচ না খেলার জন্যই এমন হয়েছে বাংলাদেশের। তিনি বলেন, ‘খুবই কঠিন ছিল কারণ পুরো বছর কোন ৪ দিনের ম্যাচ না খেলেই টেস্ট খেলা আসলেই কঠিন।’
৩৯৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। এরপরই গতকাল শেষ বিকালে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে লড়াই শুরু করেছিলেন মেয়ার্স ও বোনার। বিপর্যয় কাটিয়ে উঠে সেই লড়াই তাঁরা চালিয়ে গিয়েছেন পঞ্চম দিনের প্রথম ও দ্বিতীয় সেশনেও।
মেয়ার্স-বোনারের চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটি যখন শেষ সেশনের শুরুতে ভাঙ্গে তখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে সফরকারীরা। ৮৬ রান করে বোনার আউট হয়ে গেলেও ২১০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মায়ার্স। টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন মেয়ার্স।
তাই নিজেদের বোলারদের ব্যর্থতা দেখলেও এই দুজনের প্রশংসা করতে ভুল করেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মমিনুল পুরো কৃতিত্বই দিয়েছেন দু’জনকে। মুমিনুলের কথায় নিজেদের অসহায়ত্ব ছিল পরিস্কার।
তিনি বলেন, ‘মেয়ার্স এবং বোনার খুবই ভালো খেলেছে। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। এমনকি আমাদের বোলাররাও সঠিক জায়গায় বল করতে পারেনি। তবে পুরো কৃতিত্বই দিতে হবে তাঁদের দুজনকে।’
৩৯৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অবিশ্বাস্য ভাবে হেরে গিয়েও এই ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মমিনুল হক। মমিনুল জানিয়েছেন মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স ও চার দিন ওয়েস্ট ইন্ডিজের উপর প্রভাব বিস্তার করতে পারাই এই টেস্টের প্রাপ্তি।
মুমিনুল বলেন, ‘শেষ দিনে উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছিল, আমরা চাইলে আরও সুযোগ তৈরি করতে পারতাম। যদিও ম্যাচ হেরেছি তবে এখান থেকে কিছুটা হলেও ইতিবাচক কিছু পেয়েছি। আমরা দল হিসেবে প্রথম ইনিংসে খেলেছি, চারদিন তাঁদের ওপর প্রভাব বিস্তার করেছি। মেহেদী খুব ভালো খেলেছে বিশেষ করে বোলিংয়ে।’