উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলতে আপনি কি বুঝেন? পুরো নব্বই মিনিট জুড়ে টান টান উত্তেজনা, এটাক-কাউন্টার এটাক, গোল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোমাঞ্চ! এই যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে ঘিরে এত চাওয়া পাওয়া এর সবই পূরণ হলো ম্যানচেস্টার সিটি বনাম প্যারিস সেন্ট জার্মেই ম্যাচে – নাটকীয়তার চরমে পৌঁছেছিল ম্যাচটা।
আগের দিনই তো অসম্ভব একটা কামব্যাকের গল্প লিখেছিল বার্সেলোনা। পিএসজি বোধহয় সেই বইটা কিনে ভালভাবে পড়েছে, তাই তো ম্যানসিটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁরা। নিজেদের আদায় করে নেয়া অসম্ভব প্রত্যাবর্তনকে ঘিরে কাব্যিক কোন প্রতিবেদন তৈরি করে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেয়া তাই আবশ্যক।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি আর পিএসজি দুই দলের অবস্থাই ভয়াবহ। বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাঁরা, সিটির বিপক্ষে পিএসজি হারলে তো বাদই পড়ে যেতেন। তবে তাঁরা জয় পাওয়াতে আশা ঝুলে আছে দুই দলেরই।
জয় ছাড়া উপায় নেই, শুরু থেকে সেজন্যই আক্রমণের পথ বেছে নিয়েছ দুই দেশের দুই জায়ান্ট ক্লাব। তবে প্রমথার্ধে কেউই কারেননি স্কোরবোর্ডে পরিবর্তন আনতে, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যাক গ্রিলিশ আর আরলিং হাল্যান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। কিন্তু লাভের লাভ হলো কই।
কামব্যাকের পথে প্রথম পা বাড়িয়েছিলেন উসমান ডেম্বলে। এরপর তাঁর দেখাদেখি ব্র্যাডলি বারকোলা এবং রুবেন নেভেস খুঁজে নেন জালের ঠিকানা। তাতেই পূর্ণতা পায় মনে রাখার মত ম্যাচটা। অতিরিক্ত সময়ে আবার গঞ্জালো রামোস ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঢুকে দেন।
এই নিয়ে টানা তিনটা অ্যাওয়ে ম্যাচ হারলো পেপ গার্দিওলার শিষ্যরা। প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার মত পারফরম্যান্স তাঁদের, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেটার ধারাবাহিকতা ধরে রেখেছিল। তাই তো পরের রাউন্ডে যেতে হলে নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। কঠিন এই সমীকরণ কি আদৌ মিলবে নাকি সবাইকে অবাক করে দয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়বে হেভিওয়েট দলটা।