২০২৪ আইপিএল খেলতে পারবেন তো পান্ত?

প্রায় এক বছর হতে চলল, ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ পান্ত। গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি। আর এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আছেন এ ক্রিকেটার। খেলতে পারেননি ঘরের মাটিতে হওয়া ২০২৩ বিশ্বকাপ। তার আগে মিস করেছিলেন আইপিএলও। প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত মাঠে না ফেরা পান্ত কি ২০২৪ আইপিএলে খেলতে পারবেন তো?

জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যম ইএসপিএনক্রিকইফো জানাচ্ছে, ২০২৪ আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন ঋষাভ পান্ত। শুধু তাই নয়, দিল্লী ক্যাপিটালস আশা করছে আগামী ফেব্রুয়ারির আগেই পুরোপুরি সুস্থ হয়ে আইপিএলের নতুন মৌসুমে দলটির অধিনায়কত্বও করবেন এ উইকেটরক্ষক ব্যাটার। তবে পান্ত শুধু ব্যাটার হিসেবে ফিরবেন নাকি ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও তাঁকে উইকেটের পিছনে দেখা যাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাড়ি দুর্ঘটনায় ডান হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর ২০২৩ আইপিএল থেকে ছিটকে পড়েন পান্ত। অস্ত্রোপচারের পর ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে ছিলেন। যদিও শুরুর দিকে পান্তের ক্রিকেট ক্যারিয়ারই পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়। তবে গত কয়েক মাসে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ ক্রিকেটার।

এরই মাঝে ব্যাটিংয়ের অনুশীলন করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০২৪ আইপিএল দিয়েই মাঠে ফিরবেন তিনি। ২০১৬ সালে আইপিএলে অভিষেক হওয়া পান্ত তাঁর ক্যারিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। প্রায় ৭ বছরের পথচলায় দিল্লীও পান্তের এমন দুঃসময়ে নিবেদিত প্রাণ হিসেবে পাশে ছিল। জানা গেছে, পান্তকে শুধু ব্যাটার হিসেবে হলেও আগামী আসরে দেখতে মুখিয়ে আছে দিল্লী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link