রোনালদোর রেকর্ড ভাঙা কে এই তরুণ?

ক্যারিয়ারের শুরু থেকে কত শত রেকর্ড ভেঙে একাকার করে দিয়েছেন রোনালদো সেটার ইয়ত্তা নেই। তবে এবার তাঁরই রেকর্ড ভেঙে দিলেন অচেনা এক তরুণ।

রেকর্ড ভাঙার অভ্যাস ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরা উপশিরায় মিশে আছে, ক্যারিয়ারের শুরু থেকে কত শত রেকর্ড ভেঙে একাকার করে দিয়েছেন তিনি সেটার ইয়ত্তা নেই। তবে এবার তাঁরই রেকর্ড ভেঙে দিলেন অচেনা এক তরুণ, নাম জিওভানি কুয়েন্দা। সেটাও আবার ২২ বছরের পুরনো রেকর্ড।

অসম্ভব প্রতিভা নিয়ে যে ক’জন কিশোর ইউরোপিয়ান ফুটবলে পা রেখেছেন তাঁদের একজন কুয়েন্দা। সম্প্রতি লিসবন ডার্বিতে অভিষেক হয়েছে তাঁর; শুরুর একাদশেই ছিলেন তিনি, খেলেছেন ৭২ মিনিট।

এই প্রতিভাবানের বয়স মাত্র সতেরো বছর আট মাস, স্পোর্টিং সিপির ইতিহাসে এত কম বয়সে আর কেউই লিসবন ডার্বিতে খেলেননি। এর আগের রেকর্ডটা দখলে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে, ২২ বছর আগে অর্থাৎ ২০০২ সালের ডিসেম্বরে লিসবন ডার্বিতে মাঠে নেমেছিলেন তিনি। সে সময় তাঁর বয়স ছিল সতেরো বছর দশ মাস।

এমন রেকর্ড হয়তো লাইমলাইটে আসার মতন কিছু না, তবে কুয়েন্দার সামর্থ্য তাঁকে সবার চোখে ‘বিশেষ’ করে তুলেছে। গত আগস্টেই মূল দলে অভিষেক হয়েছিল তাঁর, আর অভিষেক ম্যাচে গোল করে তিনি বনে যান ক্লাবের সর্বকালের সর্বকনিষ্ঠ গোলদাতা। তরুণ রোনালদোর মতনই রাইট উইংয়ে ঝড় তুলতে পারদর্শী তিনি – তর্কসাপেক্ষে পর্তুগালের সেরা উদীয়মান তারকা বলা যায় তাঁকে।

ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী ২০০৭ সাল বা এরপর জন্ম নেয়া ফুটবলারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ দামি এই পর্তুগিজ; আর টপ ফাইভ লিগের বাইরে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ মার্কেট ভ্যালু তাঁর।

ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল এমনকি চেলসি – প্রিমিয়ার লিগের তিনটা বড় ক্লাব নজরে রেখেছে কুয়েন্দাকে। তবে সাবেক কোচ রুবেন আমরিম থাকায় তাঁর ম্যানচেস্টারে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখার বিষয়, রোনালদোর দেখানো পথে হেঁটে ওল্ড ট্র্যাফোর্ডে পৌঁছান কি না তিনি।

Share via
Copy link