তাসকিন আহমেদ থাকবেন কি থাকবেন না সেই সংশয় উড়ে গেল এক নিমিষেই। তিনি শুধু থাকছেনই না, দলের সহ-অধিনায়কের দায়িত্বও সপে দেওয়া হয়েছে তাঁকে। ফলে, মোটামুটি নিজেদের সামর্থ্যের সেরা দল নিয়েই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
বেশ ঘটা করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে জানা গেল সেই দল। যদিও, বিলম্বের পেছনে তেমন বড় কোনো চমক নেই।
তবে, নেই নেই করেও একটা চমক বলা যেতে পারে স্কোয়াডে বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামের অন্তর্ভূক্তি। আর তাঁকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তাসকিনকে সহ-অধিনায়ক করা হলেও তাঁকে ঘিরে শঙ্কা আছে। তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে পারবেন না ইনজুরির জন্য। তাসকিনের মেডিক্যাল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। সাইড স্ট্রেইনে চিঁড় ধরা পড়েছে।
সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। ফলে বিশ্বকাপের শুরুতেও তিনি থাকবেন। এই বাস্তবতা বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বুঝেছেন। তারপরও তাকে সহ-অধিনায়কের বাড়তি দায়িত্ব কেন দেওয়া – সেটা বোধগম্য নয়।
তানভির ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ বোলিং করেন অনেক দিন ধরেই। যদিও, আন্তর্জাতিক ক্রিকেটের বিবেচনায় তাঁকে বেশ অনভিজ্ঞই বলা যায়। চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর প্রাপ্তি দুই উইকেট। বিশ্বকাপে তিনি কতটা কার্যকর হবেন এখন সেটাই দেখার পালা।
মোহাম্মদ সাইফউদ্দিন গেল জিম্বাবুয়ে সিরিজেই ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন স্কোয়াডে। তিন উইকেট নিয়ে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু, শেষের দিকে খেই হারিয়ে ফেলেন। জিম্বাবুুয়ের বিপক্ষে দলের বিপক্ষে দুই হাত ভরে রান বিলিয়েছেন। তারই খেসারত দিলেন তিনি। বিশ্বকাপ খেলার সুযোগ হারালেন।
স্ট্যান্ড বাই হিসেবে আছেন দু’জন। একজন বোলার ও একজন ব্যাটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ। তাঁরা দলের সাথেই যাবেন বিশ্বকাপে।
লিটন দাসের জায়গা নিয়ে একটা সংশয় ছিল। অনেকদিন যাবৎ তিনি ছন্দে নেই। টি-টোয়েন্টিতে রান যেমন পাচ্ছেন না, তেমনি স্ট্রাইক রেট নিয়েও আছে সংকট। তবে, হাতে পর্যাপ্ত বিকল্প না থাকায় তিনি টিকে গেছেন বিশ্বকাপ দলে। তবে, মূল একাদশে জায়গাটা এখনও নিশ্চিত নয়।
- টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ট্রাভেলিং রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।