রিয়ালে আনচেলত্তির বিকল্প আলোনসো

লা লিগার এখনো বাকি পাঁচ ম্যাচ। কিন্তু এরই মধ্যে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়া নিশ্চিত হয়ে গেছে বলাই যায়। রিয়াল সোসিয়াদের কাছে হেরে তো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটাও হারাতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। এই মৌসুমে রিয়ালের সবেধন নীলমণি তাই চ্যাম্পিয়ন্স লিগ। কোপা দেল রের শিরোপার দৌড়ে টিকে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা না জিততে পারলে চলতি মৌসুমটি রিয়ালের কাছে ব্যর্থ মৌসুম বলেই বিবেচিত হবে।

আর দলের ব্যর্থতার দায়ের বেশির ভাগ সময়ই রিয়াল খড়গ নামিয়ে আনে কোচের ওপর। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির তাই সামনের মৌসুমে রিয়ালে থাকাটা অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। এদিকে আবার ব্রাজিলের জাতীয় দলের কোচ হবার জোর গুঞ্জন আছে আনচেলত্তির।

তাই সামনের মৌসুমের জন্য সম্ভাব্য কোচের নামও ভেবে রাখতে হচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম গুলোতে গুঞ্জন সাবেক রিয়াল তারকা জাভি জাভি আলোনসো বেশ ভালো ভাবে আছেন রিয়ালের কোচ হবার আলোচনায়।

সামনের ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের ওপরই অনেক কিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলে রিয়ালের কোচ হিসেবে হয়ত সামনের মৌসুমে আর থাকা হবে না আনচেলত্তির।

এমনিতে রিয়ালের কোচ হিসেবে দারুণ সফল আনচেলত্তি। দুই মেয়াদে রিয়ালকে জিতিয়েছেন সম্ভাব্য সব শিরোপাই। তবে রিয়ালের মত ক্লাবের লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাবিহীন মৌসুম কাটানোর পর সেই দায় বেশিরভাগ সময়ই বর্তায় কোচের ওপর। তাই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো নতুন বিকল্পের জন্য খোঁজ রাখা শুরু করেছেন এরই মধ্যে।

স্প্যানিশ গণমাধ্যম গুলোর মতে রিয়ালের সম্ভাব্য কোচ হবার সেই তালিকায় ওপরের দিকে আছেন জাভি আলোনসো। রিয়ালের জার্সিতে খেলোয়াড় হিসেবে সম্ভাব্য শিরোপাই জিতেছেন আলোনসো । মাঝমাঠে রিয়ালের কিংবদন্তি তুল্য ফুটবলার স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা আলানসো।

সফল খেলোয়াড়ি জীবন শেষে আলোনসো যোগ এসেছেন কোচিংয়ে। বর্তমানে বুন্দেস লিগার ক্লাব বায়ার্ন লেভারকুজেনের কোচ হিসেবে কাজ করছেন তিনি। খেলোয়াড়ি জীবনের মত কোচিংয়েও দারুণ সফল আলোনসো। রেলিগেশনের ঝুঁকিতে থাকা লেভারকুজেনকে পয়েন্ট টেবিলের ছয়ে নিয়ে এসছেন। দলকে নিয়ে গেছেন উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালেও।

কোচিংয়ে যোগ দিয়েই আলোনসো ঈর্ষনীয় সাফল্য দেখে হয়তো তাকে রিয়ালের কোচ হিসেবে মনে মনে ভেবেও রেখেছেন পেরেজ। তাই সব মিলিয়ে এই মৌসুম শেষে আনচেলত্তি বিদায় নিলে সাবেক এই রিয়াল মিডফিল্ডারকেই হয়তো সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যাবে সামনের মৌসুমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link