লিওনেল মেসির ওপরই দোষটা চাপাচ্ছে বার্সেলোনা। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, তিনি বুঝতে পেরেছেন যে কাতালান ক্লাবে ফিরে কোন রকম চাপ নিতে চাননি লিওনেল মেসি।
প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে খেলবেন বলে ৩৫ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা জানিয়েছেন।
সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী আর্জেন্টাইন প্লে মেকারের সুযোগ ছিল সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার। মোটা অংকের অর্থের বিনিময়ে সৌদি আরবেও পাড়ি জমানোর সুযোগ ছিল মেসির।
জাভি বলেন,‘ (প্যারিসে) বিগত দুই বছর ভালো যায়নি মেসির। নতুন করে আর কোন চাপ নিতে চাননি তিনি। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পরিস্থিতিও তার অনুকুলে ছিল না। তবে আমরা লিও’র সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, তিনি ইতিহাস সেরা ফুটবল তারকা। ’
জাভি বলেন , বিগত কয়েক মাস ধরে তিনি মেসির সঙ্গে অনেকবার কথা বলেছেন, তবে কয়েকদিন ধরে তার মধ্যে ‘পরিবর্তন’ লক্ষ্য করেছেন। বার্সা কোচ বলেন,‘ হয়তো তিনি বিষয়টি পরিস্কারভাবে বুঝতে পারেন নি। আমাদেরও এ বিষয়ে সম্মানবোধ থাকতে হবে। লিও হওয়া সহজ ব্যাপার নয়।
একবার মেসিকে নিয়ে কল্পনা করুন, তিনি নিজের ফোকাসের মধ্যে ছিলেন, কখনো নিরব ছিলেন না, তাকে সঠিক আচরণ করতে হয়েছে, মাঠে নিখুঁত থাকতে হয়েছে, যে কোন উপায়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয়েছে।’
১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসে শ্রেষ্ঠ খেলোয়াড়ের আসনে বসা মেসি ২০২১ সালে ক্লাবের আর্থিক সংকটের কারণে নতুন ভাবে চুক্তিবদ্ধ হতে না পেরে সেখান থেকে বিদায় নিতে বাধ্য হন।
২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর তার ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেয়ায় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় মেসিকে।
জাভি বলেন, ‘আমাদের মধ্যে রোমাঞ্চ তৈরী হওয়ার কারণ দু’জনই অনেক কথা বলেছি। আমরা তাকে নিয়ে বেশ উত্তেজিত ছিলাম। প্রথমে তিনি, এরপর আমি এবং পরে ক্লাব। অনেকদিন ধরেই আমরা কিছু একটা পেতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি সহায়ক ছিলনা। তিনিই বিষয়টি আরো ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবেন।
তিনি অপেক্ষাকৃত কম চাপ নিতে চেয়েছেন এবং এখানে যদি ফিরতেন তাহলে শতভাগ চাপ নিতো হতো।’