জয়সওয়ালের স্ট্রাইক রেটের জয়

যশস্বী জসওয়ালের ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি জসওয়াল প্রমাণ করেছেন কেন টি-টোয়েন্টি দলে এত গুরুত্বপূর্ণ তিনি। 

প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতের কোন পরীক্ষা নিতে পারেনি আফগানিস্তান। যশস্বী জয়সওয়ালের ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি জসওয়াল প্রমাণ করেছেন কেন টি-টোয়েন্টি দলে এত গুরুত্বপূর্ণ তিনি।

ম্যাচ শেষে নিজের ভূমিকার কথা জানিয়েছেন এই তরুণ, জানিয়েছেন লক্ষ্যের কথাও। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে মাঠে গিয়ে নিজের মত করে খেলতে এবং আমি যা করতে পারি সেটা যেন করার চেষ্টা করি। আমি আমার মত করে অনুশীলনে কঠোর পরিশ্রম করতে থাকি। যখন সুযোগ পাই তখন সর্বোচ্চ চেষ্টা করি যাতে দলের জন্য কিছু করতে পারি যেটা গুরুত্বপূর্ণ হবে।’

এই বাঁ-হাতি আরো যোগ করেন, ‘আমি খারাপ বলগুলোকে যথাযথ শাস্তি দেওয়ার চেষ্টা করছিলাম। এবং দলকে একটি ভাল শুরু দেওয়ার দিকে মনোযোগী ছিলাম। আমি যতটা বেশি সময় সম্ভব ভাল স্ট্রাইক রেটে ব্যাট করতে চেয়েছি। আমি সব সময়ই উচ্চ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে যেতে চাই।’

তৃতীয় উইকেটে শিভাম দুবের সাথে এই ওপেনার ৯২ রানের জুটি গড়েছিলেন। আর এটিই ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। তিনি যখন ৬৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তখন দলের প্রয়োজন ছিল ৪৫ বলে মাত্র ১৯ রান।

তবে ম্যাচের ভাগ্য আগেই অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছিল। বিরাট কোহলির সঙ্গে মিলে এই ব্যাটার বোর্ডে ৫৭ রান যোগ করেন কেবল ২৮ বলে। ১৬ বলে ২৯ রানের ক্যামিও খেলা কোহলি উইকেটে থাকাকালীন তরুণ সতীর্থকে ছোটখাটো টিপস দিয়েছিলেন, আর সেজন্য তাঁকে ধন্যবাদও দিয়েছেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘বিরাট ভাইয়ের সাথে ব্যাট করা সম্মানর। আমি যখনই তাঁর সঙ্গে ব্যাট করি, তখন অনেক কিছু শেখার থাকে। যেমন আমরা যখন ব্যাটিং করতাম, ছোট ছোট কথা হতো কিভাবে কোথায় বাউন্ডারি মারতে পারি এসব নিয়ে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে লং অন এবং মিড অফে শট খেলা সহজ। আমাদের ইন্টেন্ট ছিল এবং ইতিবাচক মানসিকতা ছিল। আমরা কেবল ভাল শট খেলা চেষ্টা করেছি পুরোটা সময়।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...