তারুণ্যর কাধে ভর করে রাজশাহীকে হারল ঢাকা। ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে তারা চলতি এনসিএল টি-টোয়েন্টিতে। সম্প্রতিই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ী জাওয়াদ আবরার আর ইকবাল হোসেন ইমন ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন।
বুধবার পয়েন্ট তালিকার তলানির দুই দল ঢাকা ও রাজশাহী মুখোমুখি হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইমনের পেস তাণ্ডবে সুবিধা করতে পারেনি রাজশাহী।
শুরুতেই ইমনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর ইনফর্ম হাবিবুর রহমান আর সাব্বির হোসেন আউট হলে আর ঘুরে দাড়াতে পারেনি রাজশাহী।
তাওহীদ হৃদয়ের ৩৭ রানের ইনিংসটা কিছুটা প্রতিরোধ করতে চাইলেও শেষ রক্ষা হয়নি। নিজের পরের স্পেলেই দুই উইকেট নিয়ে রাজশাহীর কফিনে শেষ পেরেক মেরে দেন এশিয়া কাপ ফাইনালের নায়ক ইমন। চার ওভার বল করে ২৬ রানে নেন তিন উইকেট।
১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন আরেক অনূর্ধ্ব ১৯ তারকা জাওয়াদ আবরার। আরেক ওপেনার রনি তালুকদারও দিয়েছেন যোগ্য সঙ্গ।
৯ ওভারেই দল পৌছে যায় ৯৬ রানের বড় সংগ্রহে। এরপরে রনি ফিরে গেলেও উইকেটের চারপাশে বাউন্ডারি ফুলঝুড়ির পসরা বসানো বন্ধ করেননি জাওয়াদ।
৩৯ বলে ৬২ রানে আউট হবার আগে মেরেছেন ছয়টি বাউন্ডারি আর চারটি ওভার বাউন্ডারি। যে ওয়াসি সিদ্দিকির বলে আউট হয়েছে তার উপরেই ঝড় তুলেছেন সবচেয়ে বেশি। পার পাননি অভিজ্ঞ ফরহাদ রেজা থেকে শুরু করে আসাদুজ্জামান পায়েল, শাফিকুল ইসলামরা।
ফলে ৭ উইকেটর বিশাল জয় পেয়েছে ঢাকা। যদিও কোয়ালিফাইয়ের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা। তবে তরুণ তুর্কীদের এমন সাড়া জাগানো পারফরম্যান্সে নিশ্চয়ই খুশি বয়ে এনেছে ডাগআউটে।