ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-কে গন্য করা হয় খেলোয়াড় উঠে আসার বিশাল বড় এক মঞ্চ হিসেবে। ভারতীয় সমৃদ্ধ ক্রিকেট কাঠামোড় বেশ একটা শক্তপোক্ত কাঠামোতে পরিণত হয়েছে আইপিএল। ২০২২ এর আসরেও হয়ত আরো কিছু নতুন তারকার দেখা পাবে ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে বিশ্ব ক্রিকেট। কিন্তু এবারের মেগা অকশনে বেশকিছু তরুণ খেলোয়াড় নিসঃন্দেহে কাড়তে চলেছে সবার নজর।
মেগা অকশনে এবার থাকছে দুইটি নতুন দল। আগের আটটির সাথে এখন নতুন দুই দল মিলিয়ে নিলাম ঘরে বসবে মোট দশটি টেবিল। সেই দশ টেবিলের প্রত্যেকেই নিশ্চয়ই চাইবে তারুণ্য নির্ভর দল করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে। তার ধারাবাহিকতায় যে সকল তরুণ খেলোয়াড় বাগিয়ে নিতে পারেন প্রায় মিলিয়ন ডলারের চুক্তি তাঁদের তালিকা থাকছে আজকে।
- ঈশান কিশাণ (ভারত)
এ সময়ে বিধ্বংসী ব্যাটারদের একজন ভারতীয় তরুণ ঈশান কিশাণ। মাত্র ২৩ বছর বয়সী এই তরুণ প্রথম পাওয়ার প্লের দারুণ ব্যবহারের পাশাপাশি নিজের পেশি শক্তিরও যথার্থ ব্যবহার করতে বেশ পটু। তাঁর সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে রিটেইন করেনি। সুতরাং তাঁর নতুন দলের হয়ে আইপিএলের আগামী আসর মাতানোর সম্ভাবনা অত্যন্ত প্রখর। আর তাঁর মতো সম্ভাবনাময়ী একজন তরুণকে দলে নিতে কেউ নিশ্চয়ই কার্পণ্য করবে না। সেই দিক বিবেচনায় কিশাণের কপালে জুটতে পারে মিলিয়ন ডলার।
- রাহুল চাহার (ভারত)
২০২১ সালের আইপিএল রাহুল চাহার ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বল হাতে আইপিএলের প্রথমভাগে দারুণ পারফর্ম করেছেন। যার উপহার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলে জায়গা পেয়ে জান রাহুল চাহার। কিশাণের মতো তাঁকেও রিটেইন করেনি মুম্বাই। এর ধারাবাহিকতায় রাহুলকে তাকিয়ে থাকতে হবে মেগা অকশনের দিকে। তবে নিশ্চয়ই তাঁকে খুব বেশি হতাশ হতে হবে না। রাহুল চাহারের মধ্যে থাকা সম্ভাবনা হয়ত তাঁর জন্যে ডাকা অর্থের হাঁককে নিয়ে যাবে মিলিয়ন ডলার অবধি।
- রবি বিষ্ণু (ভারত)
অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা উদীয়মান খেলোয়াড়দের একজন ডান-হাতি লেগ স্পিনার রবি বিষ্ণু। ২০২০ সালের তিনি শুরু করেন তাঁর আইপিএল যাত্রা। সেই বছরও ভাল বল করেছেন তিনি। তাছাড়া ২০২১ আসরে নয় ম্যাচে ছিলো নয় উইকেট। অসাধারণ লাইন-লেন্থ মেনে বল করতে পারেন বিষ্ণু। তাছাড়া কার্যকরী গুগলি ব্যবহারেও তিনি বেশ ওস্তাদ। সব মিলিয়ে বিষ্ণু সম্ভাবনাময়ী একজন খেলোয়াড়। তাই তাঁকে দলে ভেড়াতে চাইবে যে কোন ফ্রাঞ্চাইজি তা বলে দেওয়াই যায়। তাঁর সাবেক দল পাঞ্জাব কিংস থেকে শুরু করে বেশ কিছু দল আগ্রহ দেখালে নিলামে তাঁর বিক্রয়মূল্য ছাড়াতে পারে লাখ দশেক ডলার।
- শুভমান গিল (ভারত)
কোলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক বিবেচনা করা হতো শুভমান গিলকে। কিন্তু তাকেই কিনা ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এর ফলে আবার কোলকাতার হয়ে তাঁকে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। সেই দিক বিবেচনায় তাঁকে নতুন ফ্রাঞ্চাইজির পতাকা তলে দেখা যেতে পারে। তবে সমস্যা হলো দারুণ এই ওপেনিং ব্যাটারকে দলে নিতে চাওয়ার মতো ফ্রাঞ্চাইজি হয়ত দুই-একটি নয়। সেক্ষেত্রে তাঁকে বেশ বড় অংকের অর্থের বিনিময়েই হয়ত দলে ভেড়াতে হতে পারে ফ্রাঞ্জাইজি গুলোকে। তাতে করে মিলিয়ন ডলার ছাড়াতে পারে গিলের মূল্য।
- দেবদূত পাদ্দিকাল (ভারত)
মাত্রই ২১ বছর বয়সেই সম্ভাবনার ফুলঝুড়ি ছড়াচ্ছে দেবদূত পাদ্দিকাল। তিনি তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে ২০২০ সালে। অভিষেক মৌসুমেই তিনি ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২১ আসরে বেশ উজ্জ্বলই ছিলেন পাদ্দিকাল। কিন্তু মেগা অকশনকে সামনে রেখে তাঁকে দলে রাখেনি ব্যাঙ্গালুরু। তাই তিনি মেগা অকশনের অপেক্ষা রয়েছেন নিশ্চয়ই। তাঁর মতো সম্ভাবনাময়ী তরুণ টপ অর্ডার ব্যাটারদের নিশ্চিতরুপেই প্রাধান্য দিতে চাইবে ফ্রাঞ্চাইজিগুলো। সুতরাং দেবদূত পাদ্দিকাল মিলিয়ন ডলারের চুক্তির প্রত্যাশা করতেই পারেন নিজের জন্যে।