আইপিএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক যারা

আইপিএলের সবচেয়ে কম বয়সী বিদেশী অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০১২ সালে নিয়মিত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সরে দাঁড়ালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া নেতৃত্বের আসনে বসায় তাঁকে, সেসময় তাঁর বয়স ছিল ২২ বছর ৩৪৪ দিন। এরপর অবশ্য একটা সময় রাজস্থান রয়্যালস এবং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছিলেন তিনি।

চোট আক্রান্ত সাঞ্জু স্যামসন। তাইতো রাজস্থানের অধিনায়কত্বের ভার পড়েছে তরুণ রিয়ান পরাগের কাঁধে। যদিও সাঞ্জু ইতোমধ্যে ইম্প্যাক্ট সাব হিসেবে ব্যাটিং করেছেন রাজস্থানের হয়ে। তবে পুরো ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রিয়ান পরাগ। আর এর মধ্যে দিয়েই তিনি যুক্ত হয়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায়। চলুন দেখে নেওয়া যাক, আইপিএলের কনিষ্ঠ অধিনায়ক কারা কারা ছিলেন।

  • বিরাট কোহলি – ২২ বছর ১৮৭ দিন

আইপিএলের শুরু থেকে একটা ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন বিরাট কোহলি। অবশ্য খেলারই তো কথা, টিম ম্যানেজম্যান্ট যে ভরসা দেখিয়েছে তাঁর ওপর সেটা উপেক্ষা করার মত নয়। মাত্র ২২ বছর ১৮৭ দিন বয়সেই দলের আর্মব্যান্ড পরিয়ে দেয়া হয়েছিল তাঁকে, এরপর প্রায় এক যুগ সে দায়িত্ব পালন করেছেন বিরাট।

  • স্টিভেন স্মিথ – ২২ বছর ৩৪৪ দিন

আইপিএলের সবচেয়ে কম বয়সী বিদেশী অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০১২ সালে নিয়মিত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সরে দাঁড়ালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া নেতৃত্বের আসনে বসায় তাঁকে, সেসময় তাঁর বয়স ছিল ২২ বছর ৩৪৪ দিন। এরপর অবশ্য একটা সময় রাজস্থান রয়্যালস এবং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছিলেন তিনি।

  • সুরেশ রায়না – ২৩ বছর ১১২ দিন

২০১০ আসরে মহেন্দ্র সিং ধোনি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন, সেসময় তরুণ সুরেশ রায়নার ওপর দেয়া হয় অধিনায়কত্বের ভার। মাত্র ২৩ বছর ১১২ দিন বয়সে টস করতে নামেন তিনি, সেসময় মোট তিন ম্যাচে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া ২০১৯ সালে দুই ম্যাচের জন্য আবারো চেন্নাইয়ের অধিনায়ক হন রায়না।

  • রিয়ান পরাগ – ২৩ বছর ১৩৩ দিন

রিয়ান পরাগের গল্প তো শুরুতেই বলা শেষ; ফেব্রুয়ারিতে আঙুলে চোট পেয়েছিলেন স্যামসন, সেখান থেকে এখনো সেরে উঠতে না পারায় তাঁর পরিবর্তে তিন ম্যাচের জন্য অধিনায়ক করা হয় রিয়ানকে। যদিও এই তরুণের নতুন অভিজ্ঞতার শুরুটা ভাল হয়নি।

  • শ্রেয়াস আইয়ার – ২৩ বছর ১৪২ দিন

২০১৮ সালের কথা, ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ হেরে দিল্লি ডেয়ারডেভিলস তখন বিধ্বস্ত। গৌতম গম্ভীর সেসময় পদত্যাগ করে বসেন, বাধ্য হয়ে তরুণ শ্রেয়াস আইয়ারকে দায়িত্ব দেয় টিম ম্যানেজম্যান্ট। রত্ন চিনতে যে ভুল হয়নি সেটার প্রমাণ অবশ্য পরে মিলেছে, কলকাতা নাইট রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত মৌসুমে শিরোপা জিতিয়েছিলেন তিনি।

 

 

Share via
Copy link