ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছেন যুবরাজ সিং। সেটাও আবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে। অর্থাৎ আগামী জুলাইয়ে যুক্তরাজ্যের মাটিতে বসবে কিংবদন্তিদের মিলনমেলা আর সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে নেতৃত্ব দিবেন তিনি।
সেই সাথে নতুন করে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন শিখর ধাওয়ান। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি, এবার তাই নাম লিখিয়েছেন সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে।
২০২৪ সালেও যুবরাজ সিং ছিলেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের অধিনায়ক, তাঁর অধীনে উদ্বোধনী আসরেই শিরোপা উঁচিয়ে ধরে ভারতীয় প্রতিনিধিরা। শিরোপা ধরে রাখার মিশনে তাই সবার ভরসা তাঁকে ঘিরেই।
এই ব্যাপারে সাবেক অলরাউন্ডার নিজেও বেশ উচ্ছ্বসিত। দলকে নেতৃত্ব দিতে পেরে দারুণ খুশি তিনি; তিনি বলেন, ‘প্রিয় ভারতকে আরেকবার প্রতিনিধিত্ব করার জন্য আমি মুখিয়ে আছি। প্রথম আসরে অংশ নিয়ে জয় পাওয়ার স্মৃতি সবসময় মনের মধ্যে ‘বিশেষ’ হয়ে থাকবে।’
ইতোমধ্যে সুরেশ রায়না, ব্রেট লি, শহীদ আফ্রিদি, মঈন আলী, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, ডোয়াইন স্মিথ, শেলডন কটরেল, শোয়েব মালিক এবং সরফরাজ আহমেদ নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এছাড়া এবি ডি ভিলিয়ার্স আসছেন নিজের ব্যাটিং শিল্প নিয়ে।
সবমিলিয়ে রোমাঞ্চকর একটা সময়ের অপেক্ষায় রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। পুরনো দিনের তারকাদের নতুন করে মাঠে দেখার জন্য উৎসুক চোখে চেয়ে আছে তাঁরা। আর সবকিছু ঠিক থাকলে এই প্রতীক্ষার অবসান ঘটবে ১৮ই জুলাই – ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ দিয়ে।