Social Media

Light
Dark

পাকিস্তানের পরিকল্পনায় জাকিরের চপেটাঘাত

জাকির হাসান মাঠে নেমেছিলেন ভিন্ন পরিকল্পনা নিয়ে। পাকিস্তানকে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করেন বাঁ-হাতি এই ওপেনার। 

১৮৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় পাকিস্তান। এরপর তাদের মূল পরিকল্পনাই ছিল আক্রমণাত্মক বোলিংয়ে বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দেওয়া। কিন্তু জাকির হাসান মাঠে নেমেছিলেন ভিন্ন পরিকল্পনা নিয়ে। পাকিস্তানকে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করেন বাঁ-হাতি এই ওপেনার।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পড়েছিল দুর্বিষহ এক পরিস্থিতির মাঝে। পাকিস্তানি বোলারদের তাণ্ডবে প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মাত্র ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও একই খাঁদে বাংলাদেশকে ঠেলে দিতে চেয়েছিল পাকিস্তানের পেসাররা।

কিন্তু জাকির হাসান এদফা শক্ত হাতে দমন করলেন। পাকিস্তানের আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা ভেস্তে দিলেন। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে তিনি স্পষ্ট করলেন তার অবস্থান। মিড উইকেট থেকে স্কোয়ার লেগ বাউন্ডারিতে বার বার আছড়ে পড়েছে বল।

পাকিস্তানি বোলারদের বিন্দুমাত্র ভয় পেতে দেখা যায়নি জাকির হাসানকে। বরং আগের ইনিংসে পাঁচ উইকেট পাওয়া খুররাম শেহজাদকে বলির পাঠা বানান জাকির। দুই খানা ছক্কা হাঁকিয়েছেন ডান-হাতি এই পেসার। ছেড়ে কথা বলেননি মির হামজার বিপক্ষেও। তার ছোড়া বলও বাউন্ডারি ছাড়া করেছেন জাকির।

মাত্র ৬ ওভারের মধ্যেই পাকিস্তান নিজেদের পরিকল্পনা বদলে ফেলতে বাধ্য হয়। উইকেট প্রাপ্তির আসায় বাইশ গজের আসেপাশের ফিল্ডারদের সরিয়ে নেন পাক অধিনায়ক শান মাসুদ। স্লিপ কর্ডোনে ফিল্ডার কমিয়ে আনে দলটি। এমনকি কাল্পনিক ত্রিশ গজের ভেতরেও খুব বেশি ফিল্ডারকে রাখতে দেখা যায়নি পাকিস্তানকে।

উইকেটের আচরণ অনুযায়ী পাকিস্তান হয়ত ভেবেছিল ১৮৫ রানও বাংলাদেশের জন্য বিশাল লক্ষ্য। চতুর্থ ইনিংসে যেকোন লক্ষ্যমাত্রা বিশাল বটে। তাছাড়া চতুর্থ দিনেও টাইগার পেসাররা দেখিয়েছে দাপট। পাকিস্তানের দশটি উইকেটই গেছে পেসারদের দখলে। তাইতো ফাস্ট বোলাররাই ছিল পাকিস্তানের জয়ের একমাত্র পথ।

কিন্তু সে পথটা যতটা সম্ভব অবরুদ্ধ করে দিতে চাইলেন জাকির হাসান। পাকিস্তানি খেলোয়াড়দের বিমর্ষ মুখশ্রী বলে দিচ্ছে তাদের ঠিক কতটা হতাশায় ডুবিয়েছেন একা জাকির। ৭ ওভারে ৪২ রান নিয়ে, বাকিদের জন্য কাজটা সহজ করে রেখেছেন বাংলাদেশের দুই ওপেনার, বিশেষ করে জাকির হাসান। এখন স্রেফ বৃষ্টিই পারে পাকিস্তানের পরাজয় ঠেকাতে।

Share via
Copy link