কোচ হয়ে রিয়ালে ফিরছেন জিদান

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। গত আট দিনের মধ্যে তিন বার হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সমান ম্যাচ খেলেও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে নয় পয়েন্টে। এমন কি কাতালানদের কাছে হারতে হয়েছে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেও।

ক্লাবের এমন খারাপ অবস্থা আর কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেবার গুঞ্জন মিলিয়ে ইতোমধ্যেই নতুন কোচ নিয়ে ভাবতে শুরু করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সম্ভাব্য তালিকায় আছে জিনেদিন জিদানও।

লা লিগা জেতার দৌড় থেকে ইতোমধ্যেই অনেকখানি পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যেই অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল বেটিসের সাথে ড্র করে আরো ব্যাকফুটে রিয়াল। এই মৌসুমে তাই চ্যাম্পিয়নস লিগকেই পাখির চোখ করতে হচ্ছে রিয়ালকে।

লা লিগায় রিয়াল বেটিসের সাথে ড্র করার পর ড্রেসিংরুমে কোচ কার্লো আনচেলত্তির সাথে বৈঠকে বসেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। রুদ্ধদ্বার সেই বৈঠকে মৌসুমের বাকি অংশ নিয়ে কোচের পরিকল্পনার কথা শোনেন পেরেজ।

আগে থেকেই গুঞ্জন আছে এই মৌসুম শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। শুধু গুঞ্জনই নয়, বেশ কিছু সংবাদমাধ্যম তো ইতোমধ্যেই নিশ্চিত করেছে আনচেলত্তির ব্রাজিলের কোচ হবার খবর। এছাড়াও রিয়ালের এই মৌসুমের পারফরম্যান্স নিয়েও খুশি নন পেরেজ। তাই চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে আনচেলত্তিকে অব্যাহতি দেবার সম্ভাবনাও আছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টস জানাচ্ছে, সামনের মৌসুমের রিয়ালের দায়িত্ব নেবার জন্য তিন জনের শর্ট লিস্টও প্রস্তুত করেছেন পেরেজ। সেই তালিকায় আছে সাবেক রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদান। এর আগেও দুই মেয়াদে রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছেন জিদান। কোচ হিসেবে বেশ সফলও বলতে হবে জিদানকে। তবে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর আর কোথাও কাজ করেননি জিদান।

সম্ভাব্য তালিকায় আছে পিএসজি ও টটেনহাম হটস্পার্সের সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেতিনো। এছাড়াও রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে কস্তিয়ার কোচ রাউল গঞ্জালেসকেও মূল দলের কোচ হিসেবে প্রমোশন দিতে পারে রিয়াল।

লা লিগা, কোপা দেল রের শিরোপার আশা অনেকটাই ফিকে এখন রিয়ালের। ফ্লোরেন্তিনো পেরেজ এখন অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হলে সেটাকে নিশ্চই ভালোভাবে নেবেন না পেরেজ। সে ক্ষেত্রে সামনের মৌসুমেই কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল ডাগআউটে অন্য কারো দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। সেই সম্ভাবনায় জিনেদিন জিদানও ভালোভাবেই আছেন পেরেজের বিবেচনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link