আফগানিস্তানকে টেস্টের ঝাঁঝাল স্বাদ দিল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের কাছে যেন আফগানরা পেল রক্তিম বলের কঠিন বাস্তবতার চপেটাঘাত। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বনে যাওয়া আফগানরা টের পেল বনেদী ফরম্যাটের ঝাঁঝাল স্বাদ। 

আফগানিস্তানের ইনিংস ব্যবধানে হার। জিম্বাবুয়ের কাছে যেন আফগানরা পেল রক্তিম বলের কঠিন বাস্তবতার চপেটাঘাত। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বনে যাওয়া আফগানরা টের পেল বনেদী ফরম্যাটের ঝাঁঝাল স্বাদ।

জিম্বাবুয়ের কাছে আফগানরা হয়েছে একেবারে নাজেহাল। হারারে টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল সফরকারী আফগানিস্তান। ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানিদের বোলিং তোপের মুখে স্রেফ ১২৭ রানেই গুটিয়ে যায় আফগানরা। স্রেফ ৩২ ওভার ৩ বল অবধি টিকে থেকেছিল তাদের প্রতিরোধ।

লঙ্গার ফরম্যাট আর শর্টার ফরম্যাটের ফারাকটা যেন আরও একবার উপলব্ধি করল এশিয়ার দলটি। টেস্টের প্রথম দিনেই ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বেন কারানের ১২১ রানের সাথে, সিকান্দার রাজার ৬৫ রান ও দলের বাকিদের ছোট ছোট ইনিংসে, ৩৫৯ রান স্কোরবোর্ডে জমা করে জিম্বাবুয়ে। তাদের লিড দাঁড়ায় ২৩২ রানের। তখনও কেবল টেস্টের দ্বিতীয় দিন চলমান। আফগানিস্তানের হাতে ছিল পর্যাপ্ত সময়।

কিন্তু সেই সময়কে আর কাজে লাগাতে পারেননি রহমানুল্লাহ গুরবাজরা। তৃতীয় দিনের দুই সেশনের খেলা পুরোপুরি মাঠে গড়ানোর আগেই, গুটিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে তাদের সর্বসাকুল্যে সংগ্রহ ১৫৯ রান। ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ ৪২ রান, স্রেফ আফগানিস্তানের লজ্জার পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

দ্বিতীয় ইনিংসে রিচার্ড এনগারাভা নেন আফগানদের পাঁচ উইকেট। সেই সাথে মুজরাবানির পকেটে প্রথম ইনিংসের সমান আরও তিনটি উইকেট যুক্ত হয়। এই জয়ে একমাত্র টেস্ট ম্যাচটিও নিজেদের করে নিল স্বাগতিক জিম্বাবুয়ে।

সাদা বলের ক্রিকেটের আফগানরা ভীতির সৃষ্টি করতে পারলেও, লাল বলে তারা ভীষণ দূর্বল। সেটাই বরং আরও একটিবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জিম্বাবুয়ে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link