জিম্বাবুয়ে, এবারের বিশ্বকাপে যেন চমকের অপর নাম। গ্রুপ পর্ব থেকে সুপার টুয়েলভে কোয়ালিফাই করে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হারতেও বৃষ্টি বদান্যতায় এক পয়েন্ট অর্জন করে।
তবে, দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে ১ রানে হারিয়ে বিশ্বকে যেন নতুন এক বার্তা দিলো ক্রেইগ আরভিনের দল। সিকান্দার রাজা-ক্রেইগ আরভিনরা দারুণ ক্রিকেট খেলে সমর্থকদের মন জয় করে নিলেও তাদের স্বপ্ন আরো বড়।
আগামীকাল বাংলাদেশ এর বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘আমাদের ভালো সম্ভবনা আছে সেমিফাইনালে খেলার। আমাদের তিন পয়েন্ট আছে। পরের দুই ম্যাচে আমরা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবো। যদি জিততে পারি অবশ্যই সেমিফাইনালের দরজা খুলে যাবে আমাদের জন্য।’
তবে সেমিফাইনালের সম্ভবনা থাকলেও আপাতত তার মাথায় শুধু বাংলাদেশরই ম্যাচ নিয়ে ভাবনা। ক্রেইগ আরভিন প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রাখলেও জয়ের ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, ‘বাংলাদেশ দারুণ এক দল। যদিও আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। ব্যাটে বলে ভালো না খেললে আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে।’
বিশ্বকাপ জুড়েই অসাধারণ পারফরম্যান্স করা সিকান্দার রাজাকে নিয়ে প্রশংসা করতে ভুলেননি এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, ‘রাজা আমাদের মূল খেলোয়াড়। সে যেভাবে পারফর্ম করছে এক কথায় দুর্দান্ত। আমাদের ম্যাচ জয়ের মূল নায়ক সে। ব্যাটে,বলে,ফিল্ডিংয়ে এবারের বিশ্বকাপে সে অসম্ভব ভালো খেলছে।’
আগামীকাল ৩০ অক্টোবর ব্রিসবেনের গ্যাবায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল নয়টায় মাঠে নামবে টিম টাইগাররা। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নাম্বারে আছে জিম্বাবুয়ে। বাংলাদেশ দুই ম্যাচে দুই পয়েন্টে গ্রুপের চতুর্থ স্থানে অবস্থান করছে।