টি-টোয়েন্টি ক্রিকেট মানেই মারকাটারি ব্যাটিং, চার-ছক্কার ফুলঝুরি। ব্যাটারদের আগ্রাসী রূপ দেখার জন্য আদর্শ এক ফরম্যাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বড় বড় বহু তারকা ক্রিকেটার আছে – যারা ব্যাট হাতে আধিপত্য দেখিয়ে ক্যারিয়ারে বহুবার ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ভারত। ভারতীয় ক্রিকেটে তারকা ক্রিকেটারদের কমতি নেই বললেই চলে। এর মধ্যে অনেকেই ক্যারিয়ারে বহুবার ম্যাচ জেতানোর নায়ক হয়েছেন। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। তবে, এদের মধ্যে মাত্র দু’জন আছেন যারা তিন ভিন্ন দশকে ম্যাচ সেরা হওয়ার রেকর্ড গড়েছেন।
এই দু’জনের একজন বিশ্বক্রিকেটের অনেক বড় তারকা, ভারতের অন্যতম সেরা ব্যাটার; অভিজ্ঞতার দিক থেকেও তিনই অনেক উপরে। বিপরীতে, আরেকজন উপেক্ষার সাগরে ভাসতে ভাসতে বনে গেছেন আক্ষেপ। ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ভিন্ন দশকে ম্যাচ সেরা হবার রেকর্ডধারী দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা যাক –
- দীনেশ কার্তিক
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসের পথে এই রেকর্ডে নাম লেখান কার্তিক। প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।
২০০৬ সালে ভারতের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও ম্যাচ সেরার গৌরব অর্জন করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর ২০১০ পরবর্তী সময়ে বাংলাদেশের বিপক্ষেও দুর্দান্ত এক জয়ে অসাধারণ এক ক্যামিও খেলে ম্যাচ সেরা হয়েছিলেন কার্তিক।
মহেন্দ্র সিং ধোনির সময়ে ক্রিকেটে আসায় প্রায়ই তিনি ছিলেন উপেক্ষিত। কখনোই দলে নিয়মিত হতে পারেননি কার্তিক। যখনি সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন। ক্যারিয়ারের অন্তিম মূহুর্তে এসে হঠাৎ যেন ভিন্ন এক কার্তিকের দেখা মিলেছে। বিধ্বংসী রূপে ফেরা এই কার্তিক প্রত্যাবর্তনের সিরিজেই গড়েছে রেকর্ড।
তিন ভিন্ন ভিন্ন দশকে তিনবার ম্যাচ সেরার অনন্য এক রেকর্ডে নাম লেখান কার্তিক। ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র দু’জন খেলোয়াড় এমন কীর্তি গড়েছেন এর মধ্যে একজন দীনেশ কার্তিক। ৩৭ টি-টোয়েন্টিতে ৩৫ গড়ে প্রায় ৫০০ রানের মালিক তিনি, আছে এক ফিফটি। ক্যারিয়ারে তিনবার জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
- রোহিত শর্মা
বর্তমান সময়ে ভারত তথা ক্রিকেট বিশ্বে রঙিন পোশাকের অন্যতম সেরা ওপেনারদের একজন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বহুবার তিনি ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন, অনেক ম্যাচে ব্যাত হাতে ঝড় তুলে ভারতকে জয় এনে দিয়েছেন।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপর ২০১১, ২০১৬, ২০১৭, ২০১৯ – তিনি একাধিকবার হয়েছেন ম্যাচ সেরা। এরপর ২০২১ সালে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ সেরা হন রোহিত।
তিন দশকে ম্যাচ সেরা হওয়ার রেকর্ডেও নাম তুলেন এই ভারতীয় তারকা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিন দশকে তিনবার ম্যাচ সেরার কীর্তি গড়েন রোহিত শর্মা। এখন পর্যন্ত ১২৫ টি-টোয়েন্টিতে ৩২.১৭ গড়ে করেছেন ৩৩১৩ রান, আছে ৪ সেঞ্চুরি ও ২৬ ফিফটি। এই ফরম্যাটে ১১ বার ম্যাচ সেরা হয়েছেন এই ভারতীয় তারকা।