সাকিবের বিচক্ষণতায় ইতিহাসের প্রথম ‘টাইমড আউট’ ম্যাথুস

সেমিফাইনালের আলোচনায় না থাকলেও, ইতিহাসের পাতায় ঠিকই উঠে গেল বাংলাদেশ দলের নাম। অধিনায়ক সাকিব আল হাসানের বিচক্ষণতায় প্রথমবারের মত ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’-এর শিকার হলেন কোনো ব্যাটার। তিনি হলেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস।

বিশ্বকাপে বাংলাদেশের আর পাওয়ার কিছু নেই। দৃষ্টিগোচর হওয়ার মত কিছু করবারও বাকি নেই টাইগারদের। রেকর্ড হওয়ার মত পারফরমও করছে না দলের খেলোয়াড়রা। যারা এমনটি ভেবে বসে আছেন, তাদেরকে আবারও হতাশ করলো বাংলাদেশ। আরেকটু নির্দিষ্ট করে বললে বাংলাদেশের ম্যাচে রেকর্ড হবে না তা কি আর হয়! শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টাইম আউট উইকেট পেয়েছে বাংলাদেশ।

ঘটনাটা ঘটে ম্যাচে ২৫ তম ওভারে। বল হাতে তখন সাকিব আল হাসান। ব্যাটিং প্রান্তে সাদিরা সামাভিক্রামা একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। এরপরের বলেই ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা। স্বাভাবিকভাবেই নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের নিয়মানুসারে একটি উইকেট পতনের তিন মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বাইশ গজে পৌঁছে, তৈরি হতে হবে পরবর্তী বল খেলার জন্যে। বিশ্বকাপের ক্ষেত্রে এই নিয়মটা দুই মিনিটের। ঠিক এখানটায় হিসেবের গড়মিল হয় ম্যাথুসের। তিনি হয়ত প্রত্যাশা করেননি দ্রুতই উইকেটের পতন ঘটবে।

তবুও, পরবর্তী ব্যাটার হিসেবে পূর্ণ প্রস্তুতিই নিয়ে রাখার কথা। তেমনটা করেছিলেন ম্যাথুস। তবে মাঠে এসে তিনি উপলব্ধি করেন তার হেলমেটে রয়েছে সমস্যা। উইকেটে পৌঁছানোর পর বল মোকাবেলা করার সময় খুলে যায় তাঁর হেলমেটের স্ট্র্যাপ। তখনই ড্রেসিং রুমে ইশারা করেন ম্যাথুস। নতুন হেলমেট নিয়ে আসতে আসতে, নির্ধারিত তিন মিনিট অতিক্রান্ত হয়ে যায়।

তাইতো সাকিব আল হাসান টাইমড আউটের আবেদন জানান। সাকিবের বিচক্ষণতাতে কৃতিত্ব দিতেই হয়। কার্যত নিয়মানুসারে ম্যাথুস আউট ততক্ষণে। তবে তিনি যেন একটু সহানুভূতির প্রত্যাশা করলেন। আম্পায়ার থেকে শুরু করে বাংলাদেশি খেলোয়াড়দের নিজের সমস্যাটি বোঝানোর চেষ্টা করেন।

তাতে অবশ্য ফায়দা হয়নি কোন। বিনা বল খেলেই মাঠ ছাড়তে হয়েছে ম্যাথুসকে। সূক্ষ্ম নিয়মের হেরফেরে বাংলাদেশের ম্যাচে হয়ে গেল সবচেয়ে বিরল এক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এমন বিচিত্র কারণে আউট হওয়ার দৃষ্টান্ত এবারই প্রথম।

অন্ততপক্ষে বাংলাদেশ এদফা অতিরিক্ত আন্তরিকতা দেখায়নি। নিয়ম অনুসারে অ্যাঞ্জেলো ম্যাথুসের আউটটি যথার্থই ছিল। এ নিয়ে অবশ্য বিতর্কের বিন্দুমাত্র অবকাশ নেই। আধুনিক ক্রিকেটে ব্যাটাররা প্রতি নিয়ত প্রস্তুত থাকেন। তবে ম্যাথুস সে জায়গায় একটু হলেও খামখেয়ালি করেছেন। সেই মাশুলই দিতে হল তাঁকে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়ে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link