পান্ডিয়ার শূন্যস্থান পূরণ করতে পারবেন প্রসিদ্ধ?

চলতি বিশ্বকাপে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেকোনো ম্যাচের আগে যখন প্রথম একাদশের ক্রিকেটারদের নামগুলো লিখতেন তখন যে তিনটে নাম সবার আগে লিখতেন সেগুলি হল – বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। সত্যি বলতে, ভারতীয় ক্রিকেট তো দূরস্থান সামগ্রিক ভারতীয় ক্রিকেট সার্কিটে এই তিনজনের কোনো বিকল্প নেই।

ব্যাটিং ইউনিটের নেতা বর্তমান বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠতম ব্যাটার বিরাট কোহলি ও বোলিং ইউনিটের নেতা বর্তমান বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠতম পেস বোলার জাসপ্রিত বুমরাহ – এই দুই স্তম্ভের মাঝের সেতু হলেন কিংবদন্তি কপিল দেব পরবর্তী ভারতীয় ক্রিকেটে শ্রেষ্ঠ অল রাউন্ডার – হার্দিক পান্ডিয়া।

চিরকাল অল রাউন্ডারের আকাল ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশের ব্যালান্সটা বজায় রাখছিলেন ব্যাট – বলে সমান পারদর্শী হার্দিক। কিন্তু, গ্রুপ পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে হার্দিক প্রাথমিকভাবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে প্রথম একাদশের বাইরে চলে গেলেও ওর অভাব অনুভূত হয়নি কারণ বুমরাহ – সিরাজ – শামি পেস ব্যাটারির দৌলতে অনন্যোপায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের পাঁচ বোলারের ফর্মুলা প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়নি।

তবে, আগামীকাল গ্রুপ পর্যায়ে নিজেদের অষ্টম ম্যাচে রোহিতরা মুখোমুখি হতে চলেছেন চলতি টুর্নামেন্টের সেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে। তারপরের প্রতিপক্ষ নেদারল্যান্ডস দুর্বল হলেও তারপরের সেমি ফাইনালে যদি বিপক্ষ কোনো একজন বোলারকে টার্গেট করেন কিংবা বোলিং ইউনিটে কারুর একটা খারাপ দিন যায় তাহলে সেদিন হার্দিকের বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা করুণভাবে ভোগাবে।

এবার আসি হার্দিকের পরিবর্ত প্রসঙ্গে। বাস্তবে, হার্দিকের কোনো বিকল্প না থাকলেও হার্দিকের পরিবর্ত হিসাবে তিনজনের নাম সবার আগে উঠে আসে। তাঁদের কথা একটু না বললেই নয়।

  • অক্ষর প্যাটেল

চোটের কারণে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে ছিটকে যাওয়া বাঁ হাতি স্পিনার অল রাউন্ডারের হার্দিকের পরিবর্ত হিসাবে দলে নির্বাচিত না হওয়ার কারণ হিসাবে বলা যায় পূর্বে অক্ষরেরই পরিবর্ত হিসাবে বর্ষীয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দলে অন্তর্ভুক্তি।

টিম ম্যানেজমেন্ট তিনটির বেশি স্পিনার স্কোয়াডে রাখতে চাইছেন না। আরো বিশেষ করে, নভেম্বরের শিশিরে ফ্লাড লাইটের আলোয় ফিঙ্গার স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধার কথা মাথায় রেখেই হার্দিকের অনুপস্থিতিতে রাহুল – রোহিত জুটি তিন পেসার খেলাচ্ছেন।

  • ওয়াশিংটন সুন্দর ও দীপক চাহার

তরুণ তামিল স্পিনার অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও উপরের যুক্তিগুলো প্রযোজ্য। অন্যদিকে দীপক চাহার মূলত সুইং বোলার দীপক চাহার কাজ চালানো ব্যাটিংটা করতে পারেন। তবে, দীপক আর শার্দুলের মধ্যে তফাৎ খুব একটা নেই। সেক্ষেত্রে, স্কোয়াডে শার্দুল থাকতে দীপকের অন্তর্ভুক্তি অযৌক্তিক।

হার্দিকের চোট প্রবণতা ও চোট দুর্ভাগ্যের কারণেই টিম ম্যানেজমেন্ট বিগত কয়েক বছর ধরে শিবম দুবে, ভেঙ্কটেশ আইয়ারদের বাজিয়ে দেখছিল যে তারা হার্দিকের বিকল্প হয়ে উঠতে পারেন কিনা ? কিন্তু, সে গুড়ে বালি!

তাই, অনন্যোপায় টিম ম্যানেজমেন্ট শেষমেশ হার্দিকের পরিবর্ত হিসাবে স্কোয়াডে ডাকলেন এক পেস বোলারকে – প্রসিধ কৃষ্ণা।কিন্তু, কেন ?

কারণ, চোট আঘাতের বিপর্যয় নেমে না আসলে টিম ম্যানেজমেন্ট গ্রুপ পর্যায়ের বাকি দুটো ম্যাচ ও সেমি ফাইনালে গত তিনটে ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে রাজি নয়। আরো নির্দিষ্ট করে, ৬ জন স্পেশালিস্ট ব্যাটার ও ৫ জন স্পেশালিস্ট বোলারের এখনো পর্যন্ত সফল ফর্মুলা বদলাতে রাজি নয়।

তাই, স্কোয়াডের পেস বোলিং ইউনিটে সর্ব সাকুল্যে থাকা তিন পেসার যারা নিয়মিত খেলছেন তাদের কভার হিসাবেই কৃষ্ণাকে ডাকা হল।আশা করি তড়িঘড়ি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা কৃষ্ণাকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করতে হবে না।

তবে, হার্দিকের অনুপস্থিতিতে এই পাঁচ বোলারের ফর্মুলার রিস্ক নিতে হচ্ছে একটাই কারণে। সেটা হল যে বর্তমান ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটাররা কেউ কাজ চালানোর মত কয়েক ওভার বল করে দিতে পারেন না অর্থাৎ ষষ্ঠ বোলারের ভূমিকাটা পালন করতে পারেন না। যেটা শচিন, সৌরভ, শেবাগ কিংবা যুবরাজরা করতে অভ্যস্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link