পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা এখনো রয়েছে; তবে সেজন্য বহু কঠিন পথ পাড়ি দিতে হবে। অথচ প্রথম দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ভাবেই করেছিল তাঁরা, কিন্তু মাঝপথে ছন্দ হারিয়ে এখন ভাগ্যের আশায় থাকতে হচ্ছে।
দলের এই অবস্থার জন্য ক্যাপ্টেন বাবর আজমের দায় দেখছেন অনেকেই। সেই পথে পা বাড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। পাক অধিনায়কের নেতৃত্ব দেয়ার ধরন পছন্দ হচ্ছে না তাঁর, মহেন্দ্র সিং ধোনি এই দল পেলে টানা জিততে পারতেন বলেও বিশ্বাস করেন এই বাঙালি ব্যাটারের।
তিনি বলেন, ‘আমি মনে করি যে, বাবর অধিনায়ক হিসাবে আরও ভাল করতে পারতো। সেজন্য তাঁকে আরো সক্রিয় হতে হবে এবং প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে চিন্তা করতে হবে। শাদাব খান যখন নিয়ন্ত্রিত লাইন লেন্থে বল করতে পারছিল না তখনো সে শাদাবকে দিয়ে বোলিং করিয়ে গিয়েছে। কিন্তু কোন বোলার লাইন লেন্থ ঠিক রাখতে না পারলে একজন ক্যাপ্টেনের উচিত তাঁকে বিরতি দেয়া।’
তিওয়ারি আরো যোগ করেন, ‘বাবরকে আউট অব দ্য বক্সের ভাবতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁর পরিকল্পনা পরিবর্তন করতে প্রস্তুত থাকতে হবে। ক্রিকেটে কখনো কখনো আপনাকে আপনার প্রাথমিক পরিকল্পনার বিকল্প কিছু করতে হবে।’
এরপরই ধোনির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘এই পাকিস্তান দলে ধোনিকে অধিনায়কত্ব করতে দিন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দল অপরাজেয় হয়ে উঠবে।’
নেতা বাবরের সমালোচনা করলেও ব্যাটার বাবরকে ঠিকই প্রশংসায় ভাসিয়েছেন প্রাক্তন এই তারকা। তিনি বলেন, ‘সে প্রচণ্ড চাপের মধ্যেও দারুণ পারফর্ম করতে পারা একজন খেলোয়াড়। পাকিস্তানের বাজে ফর্মের জন্য তাঁকে একা দোষারোপ করা অন্যায় হবে। শচীন টেন্ডুলকার বা রোহিত শর্মার মতো কিংবদন্তিদের জায়গায় পৌঁছানোর সামর্থ্য রয়েছে তাঁর। নিঃসন্দেহে এই যুগের পাকিস্তানের সেরা ব্যাটার সে।’