রান তাড়ায় সাকিবের গ্রেটনেস

বিশ্বকাপ শেষ সাকিবের। তবে শুধু এই আসর নয়, সাকিবের কথার রদবদল না ঘটলে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামই ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মতো দেখল সাকিবকে। শ্রীলঙ্কার বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে দলকে জেতানোর পথে ৬৫ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব।

আর এই ইনিংস দিয়েই বিশ্বকাপের মঞ্চে তিনি গড়েছেন নতুন একটি রেকর্ড। রানতাড়ায় বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড এতদিন যুগ্মভাবে ছিল রোহিত শর্মা ও সাকিব আল হাসানের। দুজনই রান তাড়ায় ৭ বার পঞ্চাশ পেরিয়েছিলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস দিয়ে রোহিত শর্মাকে পিছনে ফেলেছেন সাকিব।

সাকিব তাঁর এই ৮ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে ২ টি সেঞ্চুরির পাশাপাশি ৬ টি ফিফটি হাঁকিয়েছেন। আর রোহিত শর্মা যে ৭ ইনিংস পঞ্চাশ পেরিয়েছেন তার ৪ টিকেই তিনি শতকে রূপান্তর করেছেন।

সাকিব, রোহিত শর্মার পর আগে এ রেকর্ডটি ছিল যুগ্মভাবে শচীন টেন্ডুলকার আর জ্যাক ক্যালিসের। এ দুই ব্যাটারই রান চেজের ম্যাচে ৬ টি করে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

অবশ্য রান তাড়ায় সেঞ্চুরির দিক দিয়ে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে রোহিত শর্মা। বিশ্বকাপে ৭ সেঞ্চুরির ৪ টিই তিনি হাঁকিয়েছেন পরে ব্যাটিং করে।

পঞ্চাশোর্ধ্ব ইনিংস বাদে শুধু ফিফটির বিবেচনায় আবার সবার শীর্ষে রয়েছেন সাকিব। রান তাড়ায় তিনি বিশ্বকাপে ৬ বার ফিফটি হাঁকিয়েছেন। এর আগে যে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। রান তাড়ায় তাঁর ফিফটি সংখ্যা ৫ টি।

রান তাড়ায় ৪ টি করে ফিফটি রয়েছে শিবনারায়ণ চন্দরপল, এ বি ডি ভিলিয়ার্স, স্কট স্টাইরিস আর বিরাট কোহলির। এর মধ্যে শুধু কোহলিরই সামনে সুযোগ রয়েছে সাকিবের এই রেকর্ডটি ভাঙার।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link