ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বরাবরের মতো ঘরের মাঠে এই সিরিজেও উড়ন্ত পারফর্ম বাংলাদেশ দলের। সিরিজের প্রথম দুই ম্যাচে হেসে খেলে জিতে বাংলাদেশের অপেক্ষা এখন ক্যারিবিয়ানদের হোয়াটওয়াশ করা।
দলের এমন পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ বিসিবি সভাপতি জানিয়েছেন সাকিব, তামিম ও মিরাজের পারফর্মে দারুণ খুশি তিনি।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন- সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও তামিম একটা ধারাবাহিকতায় ফিরে এসেছে।’
নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের চেনা ছন্দে ছিলেন না এই অলরাউন্ডার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে ও ব্যাট হাতে ১৯ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব। গত ম্যাচেও ব্যাটে বলে উজ্বল ছিলেন এই অলরাউন্ডার। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেন অপরাজিত ৪৩ রান।
বিসিবি সভাপতি জানিয়েছেন সাকিবের এমন পারফর্মে সাকিবকে নিয়ে সব চিন্তা দূর হয়েছে তাঁর। পাপন বলেন, ’সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম কতদিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এছাড়া অন্য যারা আছে, আমরা অত্যন্ত আশাবাদী।’
দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ভালো ফর্ম রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাসকিন, সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা জায়গা পাচ্ছেন না একাদশে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করা হাসান মাহমুদের অভিষেক হলেও এখন সুযোগ হয়নি শরিফুল ইসলামের। পাপন জানিয়েছেন এমন প্রতিদ্বন্দ্বীতা ভবিষৎয়ের জন্য খুবই ভালো।
বিসিবি সভাপতি বলেন, ‘আগে একজন চোটে পড়লে বিকল্প পেতে বেগ পোহাতে হতো কিন্তু বর্তমানে কাকে বাদ দিয়ে কাকে নেবে এমন দ্বিধায় ভুগতে হয় অধিনায়ক ও নির্বাচকদের। আমরা এখন ভালো দল। আগে একজন খেলোয়াড় চোট পেলে বদলি কে খেলবে এ নিয়ে চিন্তায় ছিলাম। বিশ্বাস করুন, এখন নির্বাচক, কোচ, অধিনায়ক চিন্তা করে কাকে বাদ দিবে। এত বিকল্প প্রত্যেক খেলোয়াড়ের। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো।’