ভারতের চুক্তিভূক্ত ক্রিকেটারদের অন্য দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার কোনো অনুমতি নেই। এই মুহূর্তে বিরাট কোহলির খেলার কোনও সম্ভাবনা নেই, তা বলাই বাহুল্য।
তবে, ভারতীয় এ ব্যাটারকে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-টোয়েন্টিতে দেখতে চান এ বি ডি ভিলিয়ার্স। আর তার জন্য কোহলির অবসর গ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করতে রাজি সাবেক প্রোটিয়া এ ব্যাটার।
এসএ টি-টোয়েন্টি লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। আর এই টুর্নামেন্টেই কোহলিকে দেখার ব্যাপারে প্রত্যাশার কথা জানিয়েছেন ভিলিয়ার্স। তাঁর মতে, বিরাট কোহলি অবসর গ্রহণের পর অন্তত একটি মৌসুম সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলতে আসতেই পারেন।
এ নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই এখানে বিরাট কোহলিকে দেখতে চাই। আমি আশাবাদী, অবসর নেওয়ার পর যত শীঘ্রই সম্ভব এই সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলতে আসবে কোহলি।’
কোহলি অবশ্য এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটের বাইরেই থাকতে চাইছেন। বোর্ডের কাছে আগাম বেশ কয়েকদিন বিশ্রাম চেয়ে নিয়েছেন তিনি। সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর।
সেখানে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না তাঁকে। তবে লাল বলের ক্রিকেটে ঠিকই থাকবেন তিনি। ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তিনি আবারো ক্রিকেটে ফিরবেন কোহলি।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। এক আসরে সর্বোচ্চ ৭৬৫ রানের রেকর্ড এখন তাঁরই দখলে। তবে এরপরেও বিশ্বকাপ ফাইনাল হারের তিক্ত স্বাদই নিতে হয়েছে তাঁকে।
আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ ৭২৬৩ রান বিরাট কোহলির অধীনে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এই ডি ভিলিয়ার্সের সাথেই বেশ কয়েক মৌসুম পার করেছেন তিনি।
এখন দেখার পালা, মিস্টার ৩৬০ ডিগ্রির এই প্রত্যাশা আদৌ বাস্তবে ঘটে কিনা। তবে সেটি যে অদূর ভবিষ্যতে হচ্ছে না, সেটি এখন নিশ্চিতভাবেই বলা যায়।