বিশ্বকাপে পাকিস্তানকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক, শিরোপা না জিতলেও অন্তত সেমিফাইনাল খেলবে তাঁরা এমনটাই ছিল সবার আশা। কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয়নি; গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল দলটি। আর এই ব্যর্থতার দায় মেনে নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম, বিশ্বকাপ শেষ হতেই এই সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি।
এবার সেই ব্যাপারে মুখ খুললেন তাঁর সাবেক ডেপুটি শাদাব খান। জাতীয় দলের সব ফরম্যাট থেকে পদত্যাগ করার যে সিদ্ধান্ত বাবর নিয়েছেন সেটি নিয়ে তাঁর ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দেখুন সবার নিজস্ব সিদ্ধান্ত আছে, আর বাবর তাঁর ব্যক্তিগত পছন্দেই পদত্যাগ করেছেন। তাঁর জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা রইলো।’
এছাড়া সাদা বলের নতুন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির ব্যাপারে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন এই লেগ স্পিনার। তিনি বলেন, ‘পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমরা বাবরের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। এখন শাহীন দায়িত্ব নিয়েছে, এবং আমরা এটি নিয়ে রোমাঞ্চিত। আমরা পিএসএলে তাঁর অধিনায়কত্বের গুণ দেখেছি এবং এটা দারুণ লাগছে।’
আপাতত নতুন শুরুর অপেক্ষায় আছেন এই ডানহাতি। তিনি বলেন, ‘দেখা যাক প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বে সে কেমন পারফর্ম করে; এটা কতটা ভাল অভিজ্ঞতা হবে সেটা তখন বোঝা যাবে। অবশ্য আমি শাহীনের নেতৃত্বে খেলতে পেরে খুবই খুশি।’
১৫ই নভেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সাথে বৈঠকের পর বাবর আজম অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর শান মাসুদকে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় এবং শাহীন শাহ আফ্রিদিকে পিসিবি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দায়িত্ব দেয়।
আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু হবে শান মাসুদের। অন্যদিকে, জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হবে শাহীনের।