বিরাট-রোহিতের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত

বিরাট কোহলি আর রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে এখনি সিদ্ধান্তে পৌঁছাতে চান না প্রজ্ঞান ওঝা।

বছরের মাঝামাঝিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এখন থেকেই তাই টি-টোয়েন্টি দল গুছিয়ে নিতে শুরু করেছে ভারত। আর স্কোয়াড পুরোপুরি প্রস্তুত করতে আরো কয়েকটি সিরিজ নিবিড়ভাবে পর্যবেক্ষণভাবে করবে নির্বাচকরা এমনটাই ধারণা দেশটির সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝার, সেই সাথে বিরাট কোহলি আর রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে এখনি সিদ্ধান্তে পৌঁছাতে চান না তিনি।

আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। ওঝা মনে করেন যে, ওয়ানডে বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দলটি খেলেছিল সেই দলটিই আবার মাঠে নামাবে সফরকারী।

এছাড়া বিরাট-রোহিতকে নিয়ে তিনি বলেন, ‘এটা বলা খুব তাড়াতাড়ি হবে যে রোহিত এবং বিরাট সাদা বলের পরিকল্পনার অংশ নয়। থিঙ্ক ট্যাঙ্ক এবং ম্যানেজমেন্ট নিশ্চয়ই তাঁদের সামর্থ্য সম্পর্কে জানে। এই মুহূর্তে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে; বিভিন্ন ম্যাচ পরিস্থিতিতে তাঁরা কীভাবে পারফর্ম করে সেটা দেখা হচ্ছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কম্বিনেশন কেমন হবে সেটার উত্তরে এই স্পিনার বলেন, ‘এসব সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজম্যান্ট আর নির্বাচকরা; আগামী দুই বা তিনটি সিরিজ পরে আমরা জানতে পারব দলের থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে বিশ্বকাপ নিয়ে।’

বর্তমানে লিজেন্ড লিগ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট নিয়ে এই সাবেক তারকা বলেন, ‘আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ আলাদা। এখানে (এলএলসি) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনি কীভাবে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে ফিট রাখবেন কারণ আপনি এখন আর নিয়মিত ক্রিকেট খেলছেন না।’

তিনি আরো বলেন, ‘খেলোয়াড়রা তাদের ক্যারিয়ারের বিভিন্ন স্তর পেরিয়ে এখন অবসরে রয়েছে। সেখান থেকে ফিরে এসে আবা ক্রিকেট খেলা একটি বড় বিষয়।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...