মোটা হলেও বিরাটের মতোই ফিট রোহিত!

রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তো একবার রোহিতকে ‘মোটা’ বলেই আখ্যায়িত করেছিলেন। তবে ভারতের বর্তমান স্ট্রেন্থ কন্ডিশনিং কোচ অঙ্কিত কালিয়ারের মতে, রোহিত শর্মা একজন ফিট ক্রিকেটারই। শুধু ফিট নন, তিনি বিরাটের মতোই ফিট।

এই প্রসঙ্গে ভারতের এই স্ট্রেন্থ কন্ডিশনিং কোচ ভারতের এক ইংরেজি গণমাধ্যমে বলেন, ‘রোহিত শর্মা অত্যন্ত ফিট ক্রিকেটার। ফিটনেস নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। এমনকি কখনোই ইয়ো ইয়ো টেস্টে সে ব্যর্থ হয় নি।রোহিতকে দেখে একটু ভারী মনে হতে পারে। কিন্তু মাঠে যখন নামেন ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে থাকেন। সে বিরাটের মতোই ফিট।’

একই সঙ্গে অঙ্কিত কালিয়ার বিরাটের ফিটনেস নিয়ে বলেন, ‘ফিটনেসের ক্ষেত্রে বিরাট একটা অনুপ্রেরণার নাম। ভারতীয় দলে ফিটনেস বিপ্লব এনেছেন তিনিই। যখন আপনি শীর্ষ ক্রিকেটারদের মধ্যে একজন, তখন আপনাকে বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠতে হবে। বিরাট কোহলি সেই উদাহরণটা হয়ে উঠতে পেরেছেন।  ফিটনেসই এখন ভারতীয় দলে সর্বোচ্চ মাপকাঠি। আজ ভারতীয় ক্রিকেটাররা এত ফিট থাকেন। তার অন্যতম কারণ বিরাট কোহলি। কারণ তিনিই দলের মধ্যে এই শৃঙ্খলাটা তৈরি করেছিলেন।’

ফিটনেসের দিক দিয়ে কোহলির উত্তরসূরী হয়ে উঠতে পারেন কে? এই প্রশ্নের উত্তরে অঙ্কিত কালিয়ার বলেন, ‘শুভমান অত্যন্ত ফিট ক্রিকেটার। শুধু ফিট না, অনেক স্কিল ওর মধ্যে আছে। এটা নিয়ে কোন সন্দেহ নেই ফিটনেস থেকে ব্যাটিং সবকিছুতেই গিলের অনুপ্রেরণা কোহলিই। আমি নিশ্চিত আগামী দিনে গিল দেশের জন্য দারুণ কিছু করবে।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link