তিন অধিনায়কের চক্রে ভারতের টি-টোয়েন্টি দল!

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করছেন, ফর্মে থাকলেই কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করা উচিত রোহিত শর্মার। তবে ফর্মে না থাকলে তাঁর দলেই থাকা উচিত নয়। সম্প্রতি এএনআইয়ের এক পডকাস্টে এমনটাই জানিয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। 

প্রায় এক বছর পেরিয়ে গেছে, ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে রোহিত শর্মা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসন্ন, তখন একটা প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে, রোহিত কি এই ফরম্যাটে ফিরবেন? এমন সম্ভাব্যতায় বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য সবুজ সংকেতই মিলেছে। তবে এর সাথে নতুন একটি প্রশ্নেরও উদয় হয়েছে। এই ফরম্যাটে রোহিত শর্মার প্রত্যাবর্তন কি অধিনায়ক হিসেবে হবে?

গত এক বছরে ভারতের টি-টোয়েন্টি দল সামলেছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় এ অলরাউন্ডারের ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সুরিয়াকুমার যাদব। এক ফরম্যাটে তিন অধিনায়কের চক্রে তাই ঘুরপাক খাচ্ছে টিম ইন্ডিয়া।

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর অবশ্য মনে করছেন, ফর্মে থাকলেই কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করা উচিত রোহিত শর্মার। তবে ফর্মে না থাকলে তাঁর দলেই থাকা উচিত নয়। সম্প্রতি এএনআইয়ের এক পডকাস্টে এমনটাই জানিয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

তিনি বলেন, ‘অধিনায়কত্ব কিছু নয়, আগে দল তৈরি করতে হয়। অধিনায়কত্ব হচ্ছে একটা দায়িত্ব। আপনি প্রথম খেলোয়াড় হিসেবে নির্বাচিত হবেন, এরপর আপনাকে অধিনায়ক করা হবে। অধিনায়কের সেরা একাদশে পাকাপাকি জায়গা থাকতে হবে, আর সেই পাকাপাকি জায়গাটা নির্ভর করে ফর্মের ওপর। যদি রোহিত শর্মা ভালো ফর্মে থাকে, তাহলে তাঁকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া উচিত। আর সে যদি ভালো ফর্মে না থাকে, তাহলে ভালো ফর্মে না থাকা কাউকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া উচিত নয়। সে যেই হোক না কেন। রোহিতের জায়গায় পান্ডিয়া কিংবা সুরিয়া, যে কেউই নেতৃত্ব দিতে পারবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। তবে বয়সের কারণে অনেকেই তাঁকে দলে চাইছেন না। গৌতম গম্ভীর অবশ্য এখানে রোহিতের পাশেই থাকছেন। তাঁর মতে, বয়সের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এ নিয়ে তিনি বলেন, ‘একজন খেলোয়াড়কে দলে নেওয়া হবে, না বাদ দেওয়া হবে, বয়স সেটির জন্য মানদণ্ড হওয়া উচিত নয়। ফর্মই সেই মানদণ্ড হওয়া উচিত। নির্বাচকদের পূর্ণ অধিকার আছে, কাকে তাঁরা নিবেন কিংবা বাদ দিবেন। তবে ফর্মকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...