আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া মধ্যকার বক্সিং ডে টেস্টে। আর সেই ম্যাচকে সামনে রেখেই ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান।
প্র্যাকটিস সেশনের মাঝেই সমর্থকদের আবদার মেটাচ্ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা৷ এ সময়ে অটোগ্রাফ দিচ্ছিলেন বাবর আজমও। তবে এ সময়েই এক নারী ভক্তের আবদার মেটাতে ব্যর্থ হন তিনি৷
মূলত সমর্থকদের অটোগ্রাফ দেওয়ার সময়ই পাকিস্তানের সাবেক অধিনায়কের থেকে তাঁর হ্যাট চেয়ে চেয়ে বসেন এক নারী সমর্থক। তবে সেই আবদার মেটাতে পারেননি বাবর। সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে বাবরকে বলতে শোনা যাশ, ‘আমার কাছে এই একটা হ্যাটই আছে। আমি তো দিতে পারব না৷’
অবশ্য সেই নারী ভক্তকে একেবারে নিরাশ করেননি বাবর। তিনি বলেন, ‘ওভারের শেষে আপনি এটা আমার কাছ থেকে নিয়ে নিয়েন।’ তবে ওভার শেষে আসলেই ঐ নারী ভক্ত প্রিয় তারকার হ্যাটটি পেয়েছেন কিনা সেটা আর জানা যায়নি।
সাম্প্রতিক সময়টা মোটেই ভালো কাটছে না পাকিস্তানের এই সাবেক অধিনায়কের। বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়াতে হয়েছে তাকে। অধিনায়কত্বের ভারমুক্ত হলেও অজি সফরে হাসেনি বাবরের ব্যাট।
দুই ইনিংস মিলিয়ে মোটে রান করেছেন ৩৫। শুধু এই টেস্টই নয়, গোটা বছরেই লাল বলের ক্রিকেটে একদমই জ্বলে উঠতে পারেননি তিনি। তাই ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্ট নিয়েই যত ভাবনা বাবরের।