টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রোহিত-কোহলি

দেখতে দেখতে ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলতি বছরের জুনেই মাঠে গড়াবে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্ট। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়েছে সব দেশে, ব্যতিক্রম নয় ভারতও। রোহিত শর্মা ও বিরাট কোহলি এই বিশ্বকাপ খেলবেন কি না সেই উত্তরের খোঁজে দেশটির সবাই।

তবে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মনে কোন সংশয় নেই। তাঁর মতে, এই দুই ব্যাটারকেই দলে রাখা আবশ্যক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই রোহিতের অধিনায়কত্ব করা উচিত। বিরাট কোহলিরও থাকা উচিত। বিরাট একজন অসাধারণ খেলোয়াড়; লম্বা সময়ের বিরতির কারণে কিছুই হবে না।’

গত বছর কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি দুই ডানহাতি। সর্বশেষ ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তাঁরা, এরপর থেকেই নিজেদের এই ফরম্যাট থেকে সরিয়ে রেখেছিলেন। যদিও এই সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছেন রোহিতরা।

নির্বাচকরাও দুই অভিজ্ঞ তারকাকে স্কোয়াডে রেখেছেন। এর থেকে বোঝা যায়, বিশ্বকাপ পরিকল্পনায় ভালভাবেই আছেন তাঁরা। তবে আফগানদের বিপক্ষে নেই সুরিয়াকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া; এই দুই হার্ডহিটার ফিরলে কেমন হবে টিম ইন্ডিয়ার লাইনআপ সেটা ভাবনার বিষয়।

রশিদ খানদের বিপক্ষে স্কোয়াডে আছেন যশস্বী জসওয়ালও; যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভাল করতে পারেননি তিনি। চার ইনিংস ব্যাট করে মোটে ৫০ রান করেছেন।

কিন্তু সৌরভ গাঙ্গুলি এই বাঁ-হাতির মাঝে দেখছেন সম্ভাবনা। তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে কিন্তু সে ভালোই খেলেছে। তাঁর ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, তাঁকে আরো অনেক সুযোগ দেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link