পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন হাসপাতালে। অথচ সব ঠিক থাকলে তাঁর এখন মাঠে থাকার কথা; চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার কথা। কিন্তু কিছুই ঠিক নেই জিয়াউরের, কন্যার অসুস্থতায় এলোমেলো হয়ে গিয়েছে নিজের পরিকল্পনা।
তাই তো বিপিএলের দশম আসরে খেলতে পারবেন না তিনি; ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। আপাতত তাঁর ধ্যান জ্ঞান কেবলই মেয়েকে নিয়ে।
অবশ্য দুঃসময়ে চট্টগ্রামকে পাশে পেয়েছেন এই ক্রিকেটার, সব বাঁধা কাটিয়ে সুস্থ হয়ে বাবার কোলে ফিরবে জিয়ার কন্যা এমনটাই প্রত্যাশা করছে চ্যালেঞ্জার্স পরিবার। আর সেজন্য সবধরনের সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছে তাঁরা।
এ ব্যাপারে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফ্রাঞ্চাইজিটি। সেখানে বলা হয়েছে, ‘অলরাউন্ডার জিয়াউর রহমানকে বিপিএলের দশম আসরে আর দেখা যাবে না। তার কন্যা সন্তানের অসুস্থতার জন্য টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। তার সন্তান এই মুহূর্তে কঠিন ব্যাধির সঙ্গে লড়াই করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবার প্রার্থনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তিনি যেন এই পরিস্থিতি থেকে সুস্থ ও সফলভাবে বেরিয়ে আসতে পারেন।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারের সংখ্যা এমনিতেই কম। এই কমসংখ্যক অলরাউন্ডারের মাঝেও যারা পারফরম্যান্স দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন তাঁদের একজন জিয়া। বিপিএলেও তাঁর দাপুটে উপস্থিতি থাকে সবসময়, কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন।
যদিও চলতি আসর উপলক্ষে চট্টগ্রাম তাঁকে রিটেইনও করেছিল; এর আগের মৌসুমে অলরাউন্ডিং পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আরো একবার বন্দরনগরীর দলটির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে অনিবার্য কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই ডানহাতি।