ইউরোপীয় ফুটবলে মৌসুমের মাঝপথে দলবদলের বিরতি দেয়া হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সে রকম কোন বিরতি না থাকলেও সিলেট পর্ব শেষে মনে হচ্ছে অনানুষ্ঠানিক একটা দলবদল বিরতি কাটালো ফ্রাঞ্চাইজিগুলো। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কা আর পাকিস্তানের ক্রিকেটারের আধিপত্য এতদিন থাকলেও এখন বাড়ছে ক্যারিবিয়ান আর প্রোটিয়াদের উপস্থিতি।
মূলত ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল); সেজন্যই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মত তারকাদের বাংলাদেশ ছাড়তে হচ্ছে আগামী দিন কয়েকের মধ্যে। আবার শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার সিরিজ শুরু হওয়ায় এই দুই দেশের ক্রিকেটাররাও থাকবেন না বিপিএলের পরবর্তী অংশে; ফলে মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, আভিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকাদের পুনরায় দেখার সম্ভাবনা কম।
তবে এদের শূণ্যতা পূরণের উপায় ইতোমধ্যে খুঁজে পেয়েছে দলগুলো। সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি (এসএ) লিগ প্রায় শেষ; আবার অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজও শেষ হয়েছে। অন্যদিকে, আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিরও খুব বেশিদিন বাকি নেই। তাই তো বিশাল সংখ্যক ক্রিকেটাররা খেলতে আসবেন বাংলাদেশে।
ওয়েস্ট ইন্ডিজ থেকে আবারও আসবেন শাই হোপ, ওশান থমাসরা, এর আগেও একাধিক ম্যাচে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তাঁরা। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিবিরে যোগ দিবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মত পরিচিত মুখ। এছাড়া রোমারিও শেফার্ড, নিকোলাস পুরান যথাক্রমে চট্টগ্রাম এবং রংপুরের সাথে যুক্ত হবেন।
প্রোটিয়া তারকা ডোয়াইন প্রেটোরিয়াস ইতোমধ্যে লাল-সবুজের আঙিনায় পা রেখেছেন। তাঁর জাতীয় দলের সতীর্থ রসি ভ্যান ডার ডুসেনও আসবেন শীঘ্রই। দুজনে খেলবেন সাকিব, সোহানদের দলে। অন্যদিকে, ইংলিশ ওপেনার ফিল সল্টকে পেতে যাচ্ছে চট্রগ্রাম।
সবচেয়ে বড় চমক দিয়েছে টিম রংপুর রাইডার্স। বিপিএলের শেষভাগের জন্য তাঁরা দলে ভিড়িয়েছে অজি সেনসেশন গ্লেন ম্যাক্সওয়েলকে। সবকিছু ঠিক থাকলে লিগের নক আউট পর্বে দেখা যাবে এই তারকাকে।