এবার নিশ্চিত মাদ্রিদেই আসছেন এমবাপ্পে

গত কয়েক বছর ধরেই কিলিয়ান এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদকে ঘিরে অজস্র গুঞ্জন সৃষ্টি হয়েছে গণমাধ্যমে। তবে এবার সেসব গুঞ্জন সত্যি হতে যাচ্ছে, এমবাপ্পে এই মৌসুম শেষে রিয়ালে যোগ দিবেন। ইতোমধ্যে দুই পক্ষের মাঝে চুক্তিও স্বাক্ষর হয়ে গিয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ পত্রিকাগুলো।

আগামী জুন মাসেই লিগ ওয়ান ছেড়ে লা লিগায় পাড়ি জমাবেন ফরাসি তারকা। ধারণা করা হচ্ছে, পাঁচ বছরের চুক্তিতে লস ব্ল্যাঙ্কোস শিবিরে আসছেন তিনি। আর এই সময়ে তাঁকে প্রতি মৌসুমে পারিশ্রমিক দেয়া হবে ১৫ মিলিয়ন ইউরো বা ১২.৮ মিলিয়ন পাউন্ড। এছাড়া সাইনিং বোনাস হিসেবে এককালীন ১৫০ মিলিয়ন ইউরো যোগ হবে তাঁর একাউন্টে।

২০১৭/১৮ মৌসুমে এএস মোনাকো থেকে পিএসজিতে যাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে এই স্ট্রাইকারের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা প্রকাশ পেয়েছিল। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অল হোয়াইটদের প্রতি তাঁর অগাধ মুগ্ধতা এমন সম্ভাবনাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল।

এরই মাঝে ২০২১/২২ সালে সবচেয়ে বেশি জোরালো হয়েছিল মাদ্রিদ-এমবাপ্পে সম্পর্ক। পরিস্থিতি এমন হয়েছিল যেকোনো মুহুর্তে সাইনিংয়ের ঘোষণা আসতে পারে – কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের সাথে আরো দুই বছর থাকার সিদ্ধান্ত নেন এই সেনসেশন।

তবে এবার আর তেমনটা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর জার্সি নম্বরও ঠিক করে রাখা হয়েছে, লুকা মদ্রিচ চলতি মৌসুম শেষে বিদায় নিলে দশ নম্বর জার্সি দেয়া হবে তাঁকে। আর সেটা না হলে নয় নম্বর জার্সি তো খালি আছেই।

সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শোনা যাবে ‘হেয়ার উই গো’। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেই সম্ভবত আনুষ্ঠানিক ঘোষণা আসবে রিয়াল কতৃপক্ষ থেকে। গোল বন্যা বইয়ে দেয়া কিলিয়ান এমবাপ্পে নতুন ঠিকানায় এসে কেমন পারফরম করেন সেটা দেখতে এখন মুখিয়ে আছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link