মোহাম্মদ শামি নেই, বিরাট কোহলি নেই। লোকেশ রাহুলও ছিটকে গিয়েছেন টেস্ট দল থেকে, আবার চতুর্থ টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল জাসপ্রিত বুমরাহকে। এত এত গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই রাঁচি টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত – কিন্তু এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে কোন সমস্যা হয়নি রোহিত শর্মার বাহিনীর।
তরুণ ক্রিকেটারদের ব্যবহার করেই কঠিন প্রতিপক্ষকে হারাতে সক্ষম হওয়ায় অধিনায়ক রোহিতের প্রশংসায় মেতেছেন সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। ইন্ডিয়ান ভেটেরিয়ান প্রিমিয়ার লিগে (আইভিপিএল) উত্তর প্রদেশের হয়ে খেলা এই ক্রিকেটার রোহিতকে তুলনা করেছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে।
তিনি বলেন, ‘সে (রোহিত) আমাদের পরবর্তী এমএস ধোনি; ধোনির মতো তরুণদের অনেক সুযোগ দিচ্ছে। আমি ধোনির অধীনে অনেক ক্রিকেট খেলেছি। সৌরভ গাঙ্গুলীর পর নেতৃত্বে এসে সামনে থেকে দলকে এগিয়ে নিয়েছিল সে। রোহিতও সেই পথে যাচ্ছেন। তাঁকে আমার দুর্দান্ত অধিনায়ক মনে হয়।’
চতুর্থ টেস্টের নায়ক ধ্রুব জুরেলকে নিয়ে এই বাঁ-হাতি ব্যাটার বলেন, ‘উত্তর প্রদেশের জার্সিতে জুরেলের সঙ্গে একসাথে খেলেছিলাম। সে অসাধারণ একজন ক্রিকেটার, প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করেছে সে। উইকেটে কিন্তু টার্ন ছিল, তবু তাঁকে কখনো অস্বস্তিতে দেখা যায়নি। সে খুবি আত্মবিশ্বাসী, তাঁর উইকেট কিপিংয়েও আমি বেশ মুগ্ধ হয়েছি।’
আরেক অভিষিক্ত আকাশ দীপকে নিয়ে তিনি বলেন, ‘সে সত্যিই ভাল বোলিং করেছে। বিহার থেকে এসে বাংলার হয়ে খেলাটা বেশ কঠিন একটা কাজ; ধারাবাহিক পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে সেটা। তাছাড়া রোহিত যেভাবে ক্রিকেটারদের রোটেট করে খেলাচ্ছে এমন কিছু গত কয়েক বছরে আমি দেখিনি।’
এসব ছাড়াও বিরাট কোহলির সম্পর্কে কথা বলেছেন রায়না। এই কিংবদন্তির মতে, এখন পর্যন্ত যা করেছেন কোহলি তাতে একটা ট্রফি অন্তত প্রাপ্য তাঁর। আবার ধোনি আগামী আইপিএলে ভাল পারফর্ম করবেন এই প্রত্যাশাও জানিয়ে রেখেছেন সাবেক চেন্নাই তারকা।