‘হার্দিক পান্ডিয়া ক্যায়া চাঁন্দ সে উতারকে আয়া হ্যায়?’ – ভারতের সাবেক পেস বোলার প্রবীণ কুমার সম্প্রতি ইউটিউবের এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন।
ইউটিউবের একটি অনুষ্ঠানে প্রবীণ ভারতীয় দুই তরুণ ক্রিকেতার শ্রেয়াস আইয়ার এবং ঈষাণ কিষাণের বির্তকের বিষয়ে কথা বলেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর চুক্তির তালিকায় নাম নেই এই দুই জনের। ফিট থাকা অবস্থায় ঘরোয়া ক্রিকেটের নির্বাচনের জন্য নিজেদের নাম সংযুক্ত না করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
বিসিসিআই-এর সর্বশেষ নির্দেশনাকে প্রবীণ সমর্থন জানিয়ে ছিলেন। যেখানে বলা হয় সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক।
সেই অনুষ্ঠানে তিনি বলেন যে নিয়মটি হার্দিক পান্ডিয়া সহ সকল ক্রিকেটারের জন্য প্রযোজ্য হওয়া উচিত। যে কি না চোটের কারণে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। তবুও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় নিজের জায়গাটা ঠিকই ধরে রেখেছেন।
ক্ষোভ উগড়ে দিয়ে শুভঙ্কর মিশ্র’র সঞ্চালনায় ইউটিউব অনুষ্ঠানে প্রবীন কুমার বলেন, ‘হার্দিক পান্ডিয়া কি চাঁদ থেকে এসেছে? তাঁকেও খেলতে হবে। ওর জন্য আলাদা নিয়ম হবে কেন? বিসিসিআই-এরও উচিত তাঁকে তিরস্কার কর্রা।’
পান্ডিয়াকে বিসিসিআই-এর বার্ষিক চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাস্প্রিত বুমারাহ আর রবীন্দ্র জাদেজা আছেন ‘এ +’ ক্যাটাগরিতে।
‘তিন ফরম্যাটেই খেলুক। নাকি সে ৬০-৭০ টি টেস্ট ম্যাচ খেলেছে যে শুধু টি-টোয়েন্টিতেই খেলবে? তাঁকে দেশের প্রয়োজন।সে যদি টেস্ট খেলতে না চায় তবে লিখিতভাবে জানিয়ে দিক।’, পান্ডিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রবীণ এ কথা বলেন।
বিসিসিআই-এর চুক্তি বাতিলের পর, রঞ্জি ট্রফিতে খেলেন আইয়ার। মুম্বাইয়ের হয়ে তিনি সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলেন। তবে রঞ্জি ট্রফিতে দেখা যায়নি ঈষাণকে। প্রবীণ কুমার এ বিষয়ে বলেন, ‘সম্ভবত পান্ডিয়া জানানো হয়েছে যে, তাঁকে টেস্টের জন্য বিবেচনা করা হবে না।’
সর্বশেষ দুই আইপিএলে তিনি গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিয়েছিলেন। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিবেন হার্দিক। ভারতীয় ওপেনার রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে অধিনায়কের ভার তুলে দিয়েছে তাঁর এই সাবেক ফ্রাঞ্চাইজি। তাই বোঝাই যাচ্ছে, হার্দিক জাদুতে কাবু ভারতের ক্রিকেট বোর্ড।