মোহাম্মদ রিজওয়ান নাকি সরফরাজ আহমেদ, কে সেরা অধিনায়ক? সম্প্রতি মুলতান সুলতানের ব্যাটার উসমান খান জানালেন তাঁর মতামত।
দুই অধিনায়কের তুলনা করতে গিয়ে তিনি বেশ মিল খুঁজে পান। জয়ের জন্য উভয়ের কৌশল অনেকটা একই রকমের। উভয়েই জয়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। তবে মাঠে তাদের মানসিকতা কেমন থাকে সেটার উপর ভিত্তি করে তিনি পার্থক্য বের করেন।
উসমানের মতে, মাঠে সরফরাজ আহমেদ মাঝে মাঝে উত্তেজিত হয়ে যান। মোহাম্মদ রিজওয়ান এক্ষেত্রে সরফরাজের বিপরীত। তিনি ঠান্ডা মস্তিষ্কে খেলা চালিয়ে যান। তিনি সতীর্থ খেলোয়াড়দের সাথে উত্তেজিত হন না। তাদের দোষারোপ করেন না।’
তিনি আরো বলেন, ‘কিছু ক্ষেত্রে তাদের মাঝে অনেক মিল রয়েছে। তাদের জয়ের কৌশলগুলো একই ধরণের। সাইফি( সরফরাজ) ভাই কিছুটা আবেগপ্রবণ। তবে রিজওয়ান ভাই কখনোই কোনো খেলোয়াড়কে ধমক দেন না। তাদের কৌশল অনেকটা একই, তবে প্রতিক্রিয়া ভিন্ন।’
২০২১ সালে পাকিস্তান সুপার লীগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রতিনিধিত্ব করেন উসমান। বর্তমানে তিনি মুলতান সুলতানের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন। তিনি এবারের আসরে ৬ ইনিংসে ৩৭৩ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ৫৬৯ এবং ৩৮১ রান নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন।