ঈশান কিষাণের কপালের দুশ্চিন্তার ভাঁজ কি কিছুটা কমল? আকাশ থেকে মেঘ সরে গিয়ে সূর্য হাত শুরু করেছে। জয় শাহের সাথে যেভাবে হেসে হেসে কথা বললেন, তাতে তো এমন মনে হতেই পারে।
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শায়ের সাথে একটা ভিডিও ভাইলার হয়েছে ঈশানের। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষে অন্তরঙ্গ আলাপ করতে দেখা যায় ঈশান।
এখান থেকেই দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে অনেক সমীকরণই চাইলে মেলানো যায়। সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ঈশান। ২৫ বছর বয়সী এই ক্রিকেটের গত বছর দক্ষিণ আফ্রিকা সফর থেকে ভারতে ফিরে এসেছিলেন। কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভ্রমণ ক্লান্তিকে। তারপর অনীহা দেখিয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার প্রতি।
সব মিলিয়ে তাঁর প্রতি ক্ষুব্ধ ছিল বিসিসিআই। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্টের কয়েক দফা চেষ্টাতেও তিনি এই মৌসুমে রঞ্জি ট্রফিতে খেলেননি। রঞ্জিতে রাজস্থানের বিপক্ষে খেলার কথাথাকলেও তিনি বারোদায় আইপিএলের প্রস্তুতি নিতে চলে যান। যার ফলে বিসিসিআইয়ের সাথে তার চুক্তি নষ্ট হয়।
আইপিএলে গুজরাটের বিপক্ষে শূণ্য রানে আউট হন ঈশান। তবে ম্যাচের পরে তাঁকে জয় শাহ এবং রোহিত শর্মার সাথে হালকা আড্ডা দিতে দেখা যায়। যদিও আড্ডার বিষয়বস্তু সম্পর্কে এখনো জানা যায়নি। তবে, বোঝা যাচ্ছে যে দু’পক্ষের মধ্যে দূরত্ব কমতে শুরু করেছে।
তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশানের সুযোগ কম। ঋষাভ পান্তের আগমন আর লোকেশ রাহুলও হাতে গ্লাভস – সব কিছুই ভাবাচ্ছে নির্বাচকদের। সাঞ্জু স্যামসনও দৌঁড়ে এগিয়ে আছেন ঈশানের চেয়ে।
আবার জাতীয় দলে জায়গা করে নিতে ধ্রুব জুরেল আর জিতেশ শর্মাও পরিশ্রম করে যাচ্ছেন। তবে আইপিএলে ভাল পারফরম্যান্স ঈশানকে এনে দিতে পারে সুবর্ণ সুযোগ।
জয় শাহ’র সাথে আলাপনের গুরুত্বপূর্ণ অংশটি ছিল জাতীয় দলের অধিনায়ক রোহিতের উপস্থিতি। সেটাও ভুলে গেলে চলবে না। এদিকে, মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরেন পোলার্ড আশা করেন ঈশান আবার ফিরে আসবেন জাতীয় দলে।
তিনি বলেন, ‘ও হয়তো এই ম্যাচে ভাল খেলতে পারেনি। তবে, আমরা ভিন্ন দিক থেকেও দেখতে পারি। কেন না এই টুর্নামেন্ট অনেক দীর্ঘ হয়। ঈশান অভিজ্ঞ ব্যাটার, আমরা তার কাছে বড় ইনিংস আশা করি। ওর প্রস্তুতি ভাল। আশা করা যায় কয়েক ম্যাচ পরেই তার কাছে থেকে বড় ইনিংস দেখতে পাব।’