দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই প্রায় সকল দেশ তাঁদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। পিছিয়ে নেই পাকিস্তানও, যদিও তারা তাদের চূড়ান্ত দল ঘোষনা করেনি। তবে, সামনেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান, সেখান থেকেই বিশ্বকাপ এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করবে তাঁরা।
১৮ সদস্যের এই দলে জায়গা হয়নি ২০২২ বিশ্বকাপ দলে থাকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসের। কারও কারও দাবি রাজনীতির শিকার হয়ে দলের বাইরে আছেন হারিস। এই প্রসঙ্গে আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে মুখ খুলেন অধিনায়ক বাবর আজম।
তিনি মনে করেন টপ-অর্ডারে প্রচুর বিকল্পের কারণে হারিসকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। বাবর বলেন, ‘আমি মানি যে ২০২২ বিশ্বকাপের পর মোহাম্মদ হারিস উপযুক্ত সুযোগ পাননি। সেটা তার পাঁওয়া উচিত ছিল। কিন্তু, সে পিএসলে উপযুক্ত সুযোগ পেয়েছিল। কিন্তু, প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি। আমি বলছি না সে খারাপ খেলোয়াড়, কিন্তু সবাইকেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়।’
উইকেটরক্ষক এই ব্যাটারের আবির্ভাব গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া ফখর জামানের জায়গা নেন তিনি। ২১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমেই কয়েকটা ঝড়ো ইনিংস খেলে আলোচনার ঝড় তোলেন। অনেকেই তখন তাঁকে পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্ট বলে ডাকতে শুরু করে।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ হারিস। সেখানে ১২৭.২৭ স্ট্রাইক রেট ও মাত্র ১৪ গড়ে ১২৬ করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরেও তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। মাত্র ১০ ইনিংসে মাত্র ১৪২ রান করেছেন এই পাকিস্তানি।
তাই, রাজনীতির কোনো সুযোগ দেখছেন না বাবর। তিনি মনে করেন, টপ অর্ডারে বা ব্যাটিং লাইন আপে কোনো জায়গা ফাঁকা নেই। বাবর বলেন, ‘হারিস টপ অর্ডারে খেলে যেখানে আমি, রিজওয়ান, সাইম আইয়ুব ও ফখর জামান-সহ অনেক ব্যাটার আছেন।’