জামান-জামাল, বিশ্বকাপ স্বপ্নের বহুদূরে

বিশ্বকাপে কেমন হবে পাকিস্তানের পেস লাইন আপ? - এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে, জামান খান কিংবা আমির জামালের দলে থাকার সুযোগ এক প্রকার নেই বললেই চলে। তাঁদের দলের বাইরে রেখেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান।

বিশ্বকাপে কেমন হবে পাকিস্তানের পেস লাইন আপ? – এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে, জামান খান কিংবা আমির জামালের দলে থাকার সুযোগ এক প্রকার নেই বললেই চলে।  তাঁদের দলের বাইরে রেখেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান। অথচ, অবসর ভেঙে ফেরানো হয়েছে মোহাম্মদ আমিরকে। তাঁর বিশ্বকাপ খেলাও প্রায় চূড়ান্ত।

বিশ্বকাপ দল ঘোষণায় বাকিদের চেয়ে একটু পিছিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁরা তাদের চূড়ান্ত দল ঘোষনা করেনি। তবে, সামনেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান, সেখান থেকেই বিশ্বকাপ এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করবে তাঁরা।

এই দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আমির জামাল ও ফাস্ট বোলার জামান খান। কেন? এই ব্যাপারে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন বাবর।

তিনি আমির জামালের টেস্ট পারফর্মেন্সের কথা স্বীকার করে নেন। তবে, তাকে আরও টি-টোয়েন্টি খেলে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বাবর। কারণ, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজ সম্পূর্ণ আলাদা।

বাবর বলেন, ‘আমির জামাল টেস্টে ক্রিকেটে অনেক ভাল করছে। কিন্তু, টেস্টর পারফর্মেন্সের সাথে টি-টোয়েন্টির তুলনা চলে না। সে একজন ভাল অলরাউন্ডার। কিন্তু, তাঁর আরও কিছু সময় দরকার। তাকে আরও বেশি টি-টোয়েন্টি খেলতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে।’

অন্যদিকে, নতুন বলের বোলার বলেই দলে জায়গা হয়নি জামান খানের, দাবি বাবরের। তিনি বলেন, ‘জামান খান সাধারণত নতুন বলে ভাল বল করে থাকেন। কিন্তু আমাদের দলে ইতোমধ্যে চার জন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বোলার আছে, যারা নতুন বলে বল করায় পারদর্শী। এটা বিশ্বকাপে আমাদের অনেক কাজে দিবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...